Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
বন্ধ করা হল দমদম-সেন্ট্রাল মেট্রো পরিষেবা

বন্ধ করা হল দমদম-সেন্ট্রাল মেট্রো পরিষেবা

বন্ধ করা হল দমদম-সেন্ট্রাল মেট্রো পরিষেবা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বন্ধ করা হল দমদম-সেন্ট্রাল মেট্রো পরিষেবা ,রবিবার দুপুরে ব্যহত মেট্রো পরিষেবা (Metro Rail)। দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত আপাতত বন্ধ মেট্রো পরিষেবা। মেট্রো সূত্রে জানা গিয়েছে, এদিন দমদমগামী একটি মেট্রো রেকের চালক শোভাবাজার এবং শ্যামবাজারের মাঝখানে থাকা অবস্থায় আচমকায় অস্বাভাবিক একটি শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে মাঝপথে তিনি চলন্ত মেট্রোটিকে দাঁড় করিয়ে দেন। খবর দেওয়া হয় মেট্রো রেলের (Metro Rail) ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের। তাঁরা এসে মেট্রোর লাইন খতিয়ে দেখেন। মেট্রো সূত্রে জানা গিয়েছে, এদিন দমদমগামী একটি মেট্রো রেকের চালক শোভাবাজার এবং শ্যামবাজারের মাঝখানে থাকা অবস্থায় আচমকায় অস্বাভাবিক একটি শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে মাঝপথে তিনি চলন্ত মেট্রোটিকে দাঁড় করিয়ে দেন।

 

 

 

 

 

তারপরই মেট্রোটিকে ধীরে নিকটবর্তী মেট্রো স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানেই নামিয়ে দেওয়া হয় মেট্রোয় থাকা যাত্রীদের। বর্তমানে দমদম থেকে দক্ষিণেশ্বর এবং সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে দমদম এর মাঝে মেট্রো পরিষেবা আপাতত বন্ধ থাকছে।

 

 

আরও পড়ুন –  হাওড়া নিয়ে আবার বার্তা রাজ্যপালের ,‘নির্ভয়ে এবং নিরপেক্ষ ভাবে কর্তব্য করতে হবে..

 

ইতিহাস বলছে গোটা দেশের মধ্যে কলকাতাতেই প্রথম মেট্রো চালু হয়েছিল। বর্তমানে সেই মেট্রো ডানা মেলেছে শহরতলিতেও। কলকাতা মেট্রোই দেশের মধ্যে একমাত্র মেট্রোরেল  (Metro Rail)যা পুরোপুরি রেল মন্ত্রকের অধীনে। প্রসঙ্গত, ইতমধ্যেই শহরের মেট্রো প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র সরকার। নোয়াপাড়া – বারাসাত ১৮ কিমি মেট্রোরেল প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৬২০ কোটি টাকা। এয়ারপোর্ট – নিউ গড়িয়া মেট্রোরেলে বরাদ্দ ৯০০ কোটি থেকে বেড়ে হয়েছে ১২০০ কোটি টাকা। জোকা-বিবাদীবাগ মেট্রোরেল প্রকল্পে বরাদ্দও ৭৯৪ কোটি থেকে বেড়ে হয়েছে ১৩৫০ কোটি।

 

(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top