কলকাতা মেট্রোয় যাত্রী দুর্ভোগের আশঙ্কা,এক মাসেরও বেশি সময় ধরে প্রায় তিন ঘণ্টা চলবে না কলকাতা মেট্রো ,জেনে নিন বিস্তারিত…..

কলকাতা মেট্রোয় যাত্রী দুর্ভোগের আশঙ্কা,এক মাসেরও বেশি সময় ধরে প্রায় তিন ঘণ্টা চলবে না কলকাতা মেট্রো ,জেনে নিন বিস্তারিত…..

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা মেট্রোয় যাত্রী দুর্ভোগের আশঙ্কা,এক মাসেরও বেশি সময় ধরে প্রায় তিন ঘণ্টা চলবে না কলকাতা মেট্রো ,জেনে নিন বিস্তারিত…..বেশ কিছু দিন ধরেই সময়ে মেট্রো না চলা নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছিল যাত্রীদের মধ্যে। সেই আবহেই বৃহস্পতিবার মেট্রো কর্তৃপক্ষ জানালেন, আগামী এক মাসেরও বেশি সময় ধরে শনি এবং রবিবার মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত সকালের দিকে ৩ ঘণ্টা ১০ মিনিট কোনও মেট্রো চলবে না। মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই পরিষেবা বন্ধা রাখা হবে বলে জানানো হয়েছে।

 

 

 

 

 

আগামী ৭ মে, ১৪ মে, ২১ মে এবং ৪ জুন— এই ৪টি রবিবার সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে না। এই সময় দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলবে। সকাল ১০টার পর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো স্বাভাবিক নিয়মে চলবে। মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, আগামী ২৮ মে এবং ১১ জুন সকাল ৯টার বদলে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ১০টা থেকে।

 

 

 

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘শুধু মাত্র শনি এবং রবিবার মেট্রো পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। সপ্তাহের বাকি দিন গুলিতে স্বাভাবিক নিয়মেই মেট্রো চলবে।’’

 

 

 

আরও পড়ুন – কালীঘাটের কাকুর দু’টি বাড়িতে তল্লাশি অভিযান সিবিআইয়ের,কী বাজেয়াপ্ত করল সিবিআই?

 

 

 

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ৬ মে, শনিবার থেকে ১১ জুন, রবিবার পর্যন্ত দিনের একটা নির্দিষ্ট সময়ে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে কবি সুভাষ (নিউ গড়িয়া) পর্যন্ত মেট্রো চলবে না। মেট্রো লাইনে রক্ষণাবেক্ষণের কাজ এবং ‘মেগা পাওয়ার ব্লকে’র কারণে আগামী ৬ মে থেকে ১১ জুন পর্যন্ত শনি এবং রবিবার কিছুটা সময় মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চালানো হবে না। আগামী ৬, ১৩, ২০, ২৭ মে এবং ৩ জুন— এই ৫টি শনিবার সকাল ৬টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে না। ওই সময়ে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত স্বাভাবিক মেট্রো চলবে। সকাল ১০টার পর থেকে আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত স্বাভাবিক মেট্রো পরিষেবা মিলবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top