ভয়ঙ্কর জঙ্গি হামলা (Militant attacks) অসমে, মৃত ৫

ভয়ঙ্কর জঙ্গি হামলা (Militant attacks) অসমে, মৃত ৫

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Militant attacks
ভয়ঙ্কর জঙ্গি হামলা (Militant attacks) অসমে, মৃত ৫
ছবি সংগ্রহে সাইন টিভি

 

ভয়ঙ্কর জঙ্গি হামলা (Militant attacks) অসমের ডিমা হাসাও জেলায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে,   অসমের ডিমা হাসাও জেলায় হামলা (Militant attacks) চালায় বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি।  হামলার জেরে ৫ জনের ইতিমধ্যেই মৃত্যু ঘটেছে। অসমের  ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি জঙ্গি সংগঠনের হামলার কবলে পড়ে মৃত্যু হয়েছে ৫ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ জন।

 

উল্লেখ্য,  ডিমা হাসাও জেলার উমরাঙ্গসো লঙ্কা রোডের উপর দাঁড়িয়ে ছিল বেশ কয়েকটি লরি। আর লরিগুলি লক্ষ্য করে গুলি চালায় ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির জঙ্গিরা। গুলি চালানোর পাশাপাশি লরিগুলিতে আগুন লাগিয়ে দেয় জঙ্গিরা। লরি  বোঝাই করে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল। মৃত ৫ জন লরি চালক এবং খালাসির কাজে যুক্ত ছিলেন।

 

হামলার ঘটনার খবর পেয়েই অসমের প্রতন্ত জেলা ডিমা হাসাওতে হাজির হয় পুলিশ আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অসম পুলিশ সূত্রে খবর, এই হামলার পিছনে জড়িত জঙ্গিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। হামলায় জড়িত জঙ্গিদের শনাক্ত করার কাজও শুরু করে দিয়েছে পুলিশ।

 

আর ও পড়ুন    অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) দেহরক্ষীর বার্ষিক আয় দেড় কোটি টাকা!‌

 

ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি নামে জঙ্গি সংগঠনটি (Militant attacks) তৈরি হয় ২০১৯ সালে। ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি জঙ্গি দলের দাবি, ডিমা হাসাও জেলাকে পৃথক রাজ্যের তকমা দিতে হবে। অসম থেকে আলাদা হয়ে ডিমা হাসাওকে পৃথক রাজ্য করার লড়াই জারি রেখেছে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি।

 

এবছর মে মাসে পুলিশের সঙ্গে সংঘর্ষে (Militant attacks) প্রাণ হারায় ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির কয়েকজন সদস্য। তারই পাল্টা হিসাবে ডিমা হাসাও জেলায় হামলা চালাল বিচ্ছিন্নবাদী জঙ্গি সংগঠন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির সদস্যরা।  এদিন এই জঙ্গি হামলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top