শরৎ মেলা উদ্বোধনে মন্ত্রী

শরৎ মেলা উদ্বোধনে মন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শরৎ মেলা উদ্বোধনে মন্ত্রী। শনিবার থেকে সাত দিনব্যাপী পানিত্রাস হাই স্কুল মাঠে শুরু হল ৫১ তম শরৎ মেলা। “শরৎ মেলা পরিচলন সমিতি” ও “শরৎ স্মৃতি পাঠাগার” বিকাল তিন ঘটিকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলা উদ্বোধন হয়।উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী, শ্রী পুলক রায় মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী বিপ্লব রায় চৌধুরী, মৎস্য মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। এলাকার বিধায়ক সম্মানীয় শ্রী সুকান্ত পাল মহাশয় ও অরুনাভ সেন মহাশয় প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এবারের মেলায় বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি একক নিত্য, প্রতিবন্ধী শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য পরীক্ষা, নাটক, সংগীত, নেতাজি জন্ম জয়ন্তী উদযাপন, জাতীয় পতাকা উত্তোলন ও কবিতা আবৃতি। মেলার মূল সুর হলো, “এসো শরৎ সাহিত্য পড়ি,” “অস্থিরতা মুক্ত বিশ্ব গড়ি”। মেলা কে কেন্দ্র করে এলাকার মানুষদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যায়। লাইন দিয়ে সকলে মেলা প্রাঙ্গণে প্রবেশ করে, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার সাথে সাথে তারা নানা প্রয়োজনীয় জিনিস ও খাবার- দাবার ক্রয় করেন।

আরও পড়ুন – ভারত জোড়ো অভিযানের পরে এবার হাত সে হাত জোড়ো অভিযান

উল্লেখ্য, শনিবার থেকে সাত দিনব্যাপী পানিত্রাস হাই স্কুল মাঠে শুরু হল ৫১ তম শরৎ মেলা। “শরৎ মেলা পরিচলন সমিতি” ও “শরৎ স্মৃতি পাঠাগার” বিকাল তিন ঘটিকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলা উদ্বোধন হয়।উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী, শ্রী পুলক রায় মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী বিপ্লব রায় চৌধুরী, মৎস্য মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। এলাকার বিধায়ক সম্মানীয় শ্রী সুকান্ত পাল মহাশয় ও অরুনাভ সেন মহাশয় প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এবারের মেলায় বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি একক নিত্য, প্রতিবন্ধী শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য পরীক্ষা, নাটক, সংগীত, নেতাজি জন্ম জয়ন্তী উদযাপন, জাতীয় পতাকা উত্তোলন ও কবিতা আবৃতি। মেলার মূল সুর হলো, “এসো শরৎ সাহিত্য পড়ি,” “অস্থিরতা মুক্ত বিশ্ব গড়ি”। মেলা কে কেন্দ্র করে এলাকার মানুষদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যায়। লাইন দিয়ে সকলে মেলা প্রাঙ্গণে প্রবেশ করে, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার সাথে সাথে তারা নানা প্রয়োজনীয় জিনিস ও খাবার- দাবার ক্রয় করেন। উদ্বোধনে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top