Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
তৃণমূলের সবাই সাধু-পুরুষ নয়, খারাপ লোকও আছেন,

তৃণমূলের সবাই সাধু-পুরুষ নয়, খারাপ লোকও আছেন, নিজের দলেরই বিরুদ্ধে এবার একপ্রকার সরব হলেন মন্ত্রী পার্থ ভৌমিক

তৃণমূলের সবাই সাধু-পুরুষ নয়, খারাপ লোকও আছেন, নিজের দলেরই বিরুদ্ধে এবার একপ্রকার সরব হলেন মন্ত্রী পার্থ ভৌমিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

তৃণমূলের সবাই সাধু-পুরুষ নয়, খারাপ লোকও আছেন, নিজের দলেরই বিরুদ্ধে এবার একপ্রকার সরব হলেন মন্ত্রী পার্থ ভৌমিক। প্রথমে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha), এরপর তৃণমূল বিধায়ক জগদীশ বাসুনিয়া আর এবার সেচমন্ত্রী পার্থ ভৌমিক। খোদ দলের বিরুদ্ধে অভিযোগ তুলে বললেন, সবাই সাধু পুরুষ নয়। খারাপ লোক রয়েছে। দলে বাজে লোক চিহ্নিত হলে দল ব্যবস্থা নিক। কয়েকদিন আগে খোদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন যে মুখ্যমন্ত্রীর নামের নিচে সততা প্রতীক লেখাটি লিখতে পারছেন না দলের কিছু লোকের জন্য। বিধায়ক জগদীশ বাসুনিয়াও দুর্নীতি নিয়ে মুখ খোলের নিজের দল তৃণমূলেরই বিরুদ্ধে এবার একপ্রকার সরব হলেন মন্ত্রী পার্থ ভৌমিক।

 

 

 

 

 

গত ২০ মার্চ তৃণমূল বিধায়ক জগদীশ বাসুনিয়া বলেন, “মঞ্চে বসে থাকা নেতাদের জন্যই দলের দুরবস্থা। মঞ্চে বসা নেতারাই এলাকায় গিয়ে মানুষকে বিভ্রান্ত করেন।” এখানেই শেষ নয়, এই রকম চলতে থাকলে ২০২৪ সালে আবারও বিজেপি জিতবে বলেও বক্তব্য রাখেন তৃণমূল বিধায়ক।দলের গোষ্ঠী কোন্দলের কথা উল্লেখ করে তিনি বলেন,”ঊনিশের লোকসভা নির্বাচনের পর তৃণমূলের লোকেদের বাড়িঘর ভাঙচুর করেছে তৃণমূলেরই লোক। বিজেপির কেউ ভাঙচুর বা লুটপাট করেননি। বিজেপির কেউ এই কাজ করেননি।” এরপর আজ মুখ খুললেন সেচ মন্ত্রী।

 

 

 

আরও পড়ুন – দোষী সাব্যস্ত রাহুল গান্ধী ! নরেন্দ্র মোদীর পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে…

 

 

 

পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের ডাকে আগামী ২৯ শে মার্চ শহীদ মিনার চল কর্মসূচি রয়েছে তৃণমূলের। তাঁরই প্রস্তুতিতে পানিহাটি তৃণমূল যুব ও ছাত্র পরিষদ আয়োজিত সভায় বক্তব্য রাখেন পার্থ ভৌমিক। বলেন, “তৃণমূলে সবাই সাধু পুরুষ না। বাজে লোক আছে। যারা বাজে লোক আছে তাঁরা যদি চিহ্নিত হয় তৃণমূল কংগ্রেস একসপ্তাহের মধ্যে ব্যবস্থা নিক।” এরপর যদিও তিনি বলেন, “কোনও মন্ত্রী হোক বা চুনোপুঁটি হোক তৃণমূল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিক। দল যদিও ব্যবস্থা নিয়ে থাকে। অন্য কোনও দল আছে যাঁরা তৃণমূলের মতো নিজেদের কোনও লোক দুর্নীতি করলে ব্যবস্থা নেয়?” এরপর সিপিএম-এর প্রসঙ্গ টেনে বলেন, “বুথে-বুথে শুধু সিপিএম-এর রবীন্দ্রনাথ বিদ্যাসাগদের শুনবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলবেন।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top