‘মায়ের কাছে থাকার সুযোগ পাবে না…’,ফের হুঁশিয়ারির সুর তৃণমূল নেতা ও মন্ত্রী উদয়ন গুহর গলায়।পঞ্চায়েত ভোটের আগে ও পরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল দিনহাটা।তৃণমূল-বিজেপি সংঘর্ষের দু’পক্ষের পেশ কিছু সমর্থকের আহত হওয়ার ঘটনা ঘটেছে।পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই ফের বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। ফের একবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মুখে শোনা গেল হুঁশিয়ারির সুর।
শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে ভেটাগুড়ি।মাঝরাতে তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা করে ভাঙচুর চালনোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।খবর পেয়ে শনিবার দুপুরে আক্রান্ত তৃনমুল কর্মী রাজীব কুমার বর্মনের বাড়িতে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া সহ তৃণমূল নেতৃত্ব।সেখানে আক্রান্ত কর্মীর সঙ্গে কথা বলার পাশাপাশি ভাঙচুর হওয়া বাড়ি ঘুরে দেখেন তাঁরা।এরপরই বিজেপির উদ্দেশে হুঁশিয়ারি দেন উদয়ন।
বেশ কয়েক বছর ধরেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা।পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।তাৎপর্যপূর্ণভাবে যেখানে তৃণমূলকর্মীর বাড়ি আক্রান্ত হয়েছে,সেখানে থাকেন স্থানীয় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।এই নিয়ে পরবর্তীকালে তিনি কোনও প্রতিক্রিয়া দেন কি না,সেটাই দেখার।
কার্যত হুমকির সুরে উদয়ন বলেন’কর্মীরা ধৈর্য ধরে রয়েছেন। কিন্তু সব কিছুরই একটা লিমিট থাকে।তৃণমূল কর্মীরা শান্ত রয়েছেন। কিন্তু ওঁরা তৃনমূল কর্মীদের বাড়িতে হামলা করে অশান্তি বাধানোর চেষ্টা করছে।এরপর তৃণমূল যখন পালটা হামলা করবে তখন বুঝবে কত ধানে কত চাল।বাড়িতে মায়ের কাছে থাকার সুযোগ পাবে না।’যদিও তৃণমূল কর্মীর বাড়িতে হামলা করার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।বিজেপির জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বলেন,’সম্পূর্ণ মিথ্যে কথা ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। উদয়ন গুহের নেতৃত্বে দিনহাটাতে ভাঙচুর চলেছে।’অন্যদিকে এই ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ।
আরও পড়ুন – ‘অপহরণ’কাণ্ডে নতুন মোড় দেখা দিতেই কুণালকে চ্যালেঞ্জ কান্তির, বললেন ‘প্রমাণ করতে পারলে…
‘আমরা যখন পালটা হামলা করব,তখন ওঁরা মায়ের কাছে থাকার সুযোগ পাবে না।’শুক্রবার রাতে দিনহাটার ভেটাগুড়িতে তৃনমূল প্রার্থীর বাড়িতে ভাঙচুরের ঘটনায় ঘটে।রাত সাড়ে বারোটা নাগাদ ভেটাগুড়িতে দিনহাটা-১ ব্লকের পঞ্চায়েত সমিতির প্রার্থী রাজীব কুমার বর্মনের বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ।শনিবার সকালে দিনহাটার ভেটাগুড়িতে আক্রান্ত তৃনমুল কর্মীর বাড়িতে আসেন উদয়ন।তখন বিজেপির উদ্দেশে এই ভাষাতেই হুঁশিয়ারি দিতে শোনা যায় তাঁকে।