সাংবাদিকদের নিরাপত্তার সঙ্গে আপোস নয়, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ নিয়ে সংবাদ সংস্থাগুলিকে কি বার্তা দিলেন কেন্দ্র ? আর কিছুক্ষণের মধ্যেই কচ্ছ উপকূলে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ (Biparjoy)। যদিও ল্যান্ডফলের আগেই তাণ্ডব শুরু করে দিয়েছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। আর ‘বিপর্যয়’-এর প্রতি মুহূর্তের আপডেট জনগণকে দিতে বর্তমানে ঘটনাস্থলে গিয়ে রিপোর্ট সংগ্রহ করছেন সাংবাদিক, ফটোগ্রাফাররা। তবে তাঁদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে দেখা জরুরি বলে মনে করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of I&B)। তাই রিপোর্টার, ফটোগ্রাফার সহ সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সংবাদ সংস্থাগুলির জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে ‘উদ্বিগ্ন’ তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
প্রসঙ্গত, আর কয়েক ঘণ্টার মধ্যেই গুজরাটের কচ্ছ উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। ইতিমধ্যে কচ্ছ, সৌরাষ্ট্র সহ গুজরাটের বিস্তীর্ণ উপকূলে ‘ক্যাটেগরি-৩’-এর ‘বিপর্যয়’-এর তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে ঘণ্টায় ১১৫-১২০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া বইছে। তার সঙ্গে চলছে প্রবল বৃষ্টি। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুজরাটের উপকূলবর্তী এলাকা থেকে প্রায় ১ লক্ষ মানুষকে অন্যত্র সরানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এদিন সকালেই উচ্চ পর্যায়ের বৈঠক করেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) থেকে সেনা নামানো হয়েছে।
আরও পড়ুন – ফের মানহানির খাঁড়া রাহুলের ঘাড়ে, এবার সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের বিরুদ্ধেও মানহানির…
বৃহস্পতিবার ‘বিপর্যয়’ আছড়ে পড়ার আগের মুহূর্তে বিভিন্ন সংবাদ সংস্থা, বিশেষত বেসরকারি সংস্থাগুলির জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। বেসরকারি স্যাটেলাইট TV চ্যানেল সহ যে সমস্ত সাংবাদিকেরা একেবারে ‘গ্রাউন্ড লেভেলে’ গিয়ে ‘বিপর্যয়’-এর প্রতি মুহূর্তের খবর সংগ্রহ করছেন, তাঁদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত সংবাদমাধ্যমের কর্মীরা দুর্যোগ-বিধ্বস্ত এলাকায় গিয়ে খবর সংগ্রহ করছেন, তাঁদের সবরকম নিরাপত্তা দিতে হবে সংস্থাগুলিকে। সংবাদমাধ্যমগুলি কোনও অবস্থাতেই তাদের কর্মীদের ঝুঁকিপূর্ণ জায়গায় মোতায়েন করতে পারবে না এবং সাংবাদিকদের নিরাপত্তার সঙ্গে আপোস করা চলবে না, স্থানীয় প্রশাসনের জারি করা সমস্ত বিধি-নিষেধ মেনে চলতে হবে বলেও কড়া বার্তা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।