দুষ্কৃতীদের ছোড়া বোমা এসে পড়ল পুলিশের গাড়িতে ,দুষ্কৃতীদের ছোড়া বোমায় আহত ওসি-সহ দুই পুলিশকর্মী।

দুষ্কৃতীদের ছোড়া বোমা এসে পড়ল পুলিশের গাড়িতে ,দুষ্কৃতীদের ছোড়া বোমায় আহত ওসি-সহ দুই পুলিশকর্মী।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
খেজুরিতে

দুষ্কৃতীদের ছোড়া বোমা এসে পড়ল পুলিশের গাড়িতে ,দুষ্কৃতীদের ছোড়া বোমায় আহত ওসি-সহ দুই পুলিশকর্মী। পুরনো একটি বোমাবাজির মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার মুখে পড়তে হল নদিয়ার কালীগঞ্জ থানার পুলিশকে। দুষ্কৃতীদের ছোড়া বোমা এসে পড়ল পুলিশের গাড়িতে। সেই বোমার আঘাতে আহত হয়েছেন কালীগঞ্জ থানার ওসি সৌরভ চট্টোপাধ্যায়-সহ দুই পুলিশকর্মী। বোমাবাজির ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

 

 

 

 

ওসি-সহ আহত পুলিশকর্মীদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানকার কর্তব‍্যরত চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে আহত তিনজনের চিকিৎসা শুরু করেন। গুরুতর জখম হওয়ার কারণে ইতিমধ্যে নদিয়ার কালীগঞ্জ থানার ওসি সৌরভ চট্টোপাধ্যায়কে তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতাল থেকে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা শক্তিনগর জেলা হাসপাতাল এবং ঐ বেসরকারী নার্সিংহোমটিকে।

 

 

 

আরও পড়ুন – সিবিআইয়ের স্ক্যানারে এবার রাজ্যের ৮৬ জনপ্রতিনিধি, কলকাতারই রয়েছে ১৩ জন

 

পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক মাস পুরনো একটি বোমাবাজির মামলার আসামিকে গ্রেফতার করতে সোমবার রাতে নদিয়ার কালীগঞ্জ ব্লকের মোলান্দি গ্রামে অভিযান চালায় কালীগঞ্জ থানার পুলিশ। স্থানীয়দের দাবি, রাত ন’টা নাগাদ কালীগঞ্জ থানার ওসি বেশ কিছু পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারকে সঙ্গে নিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতারও করেন। অভিযুক্তকে গ্রেফতারির পর গাড়িতে তোলার সময় আসামিকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার উদ্দেশে মোলান্দি স্কুলপাড়া এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের দাবি, আত্মরক্ষার্থে শূন্যে এক রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে গুরুতর চোট পান কালীগঞ্জ থানার ওসি-সহ দুই পুলিশকর্মী। এর কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় কালীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। মোলান্দি গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পিকেটিং বসানো হয়েছে এলাকায়। এই ঘটনার সঙ্গে জড়িতরা এখনও পর্যন্ত অধরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top