নিউজ ডেস্ক, ৩০ জুলাই ২০২১: করোনা আবহে চলছে টোকিও অলিম্পিক। ভারত থেকে তাবর তাবর ক্রীড়াবিদরা অংশ নিয়েছেন অলিম্পিকে।
যেখানে ব্যাডমিন্টন এ অংশ নিয়েছেন পিভি সিন্ধু। আজকে জাপানের বিরুদ্ধে তাঁর কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল। অত্যন্ত পারদর্শিতার সঙ্গে জাপানের আখনে ইয়ামাগুচি কে হারিয়ে সেমিফাইনালে পা রাখলেন পিভি সিন্ধু। ২১-১৩ করেছেন ইয়ামাগুচি এবং ২২-২০ করে সেমিফাইনালে জায়গা করে নিলেন পিভি সিন্ধু।
https://twitter.com/BCCI/status/1420995070178648069
আরো পড়ুন … স্থগিত টি টোয়েন্টি ম্যাচ, হঠাৎ কী এমন ঘটলো! মিলল ভারত-শ্রীলংকাকে মাঠে না নামার নির্দেশ
শুক্রবার সকালে পি ভি সিন্ধুকে একটি ভিডিও এর মধ্যে দিয়ে শুভেচ্ছা জানালেন মিতালি রাজ। যেখানে তিনি লিখেছেন “খেলাতে ফুটওয়ার্ক অত্যন্ত প্রয়োজন, তা ক্রিকেট হোক কি ব্যাডমিন্টন , মিতালি রাজ পি ভি সিন্ধুকে উৎসাহিত করছেন টোকিও অলিম্পিকের জন্য , একইসঙ্গে অলিম্পিকে অংশ গ্রহণকারী সমস্ত ভারতীয় ক্রীড়াবিদকে শুভেচ্ছা জানানোর কথা জানিয়েছেন মিতালি রাজ “। বি সি সি আই নিজের টুইটার পেজে এই ভিডিও টি প্রকাশ করেছে।