
এবার কলকাতার সিনেমায় অভিনয় করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা (Mithila)। জানা গিয়েছে, সিনেমার নাম ‘আ রিভার ইন হেভেন’, পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। সিনেমাটিতে মিথিলাকে (Mithila) দেখা যাবে সন্তান হচ্ছে না এমন এক নারীর চরিত্রে।
সুত্রের খবর, চলতি মাস থেকেই সিনেমাটির শুট শুরু হবে। মিথিলার (Mithila) বিপরীতে অভিনয় করবেন ববি চক্রবর্তী। সিনেমার গল্প সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ডও করছেন পরিচালক নিজেই। ইতিমধ্যেই এই সিনেমার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর।
আর ও পড়ুন রেললাইনে ধ্বসের কারনে বিঘ্নিত হয়েছে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল (Train movement)
সিনেমাটির গল্পে দেখা যাবে, স্বপন আর বিশাখা মধ্যবিত্ত পরিবারের দম্পতি। বিয়ের বহু বছর পরও তাঁদের কোনও সন্তান নেই। আর এ কারণে স্বপন অনবরত দোষ দেয় বিশাখাকে। রেগে গিয়ে গায়ে হাতও তোলে। কিন্তু, ছেড়ে যেতে পারে না ভালোবাসার কারণে। তাঁরা বারাণসী আসেন ঠাকুরের আশীর্বাদ নিতে। আর সে সময়ই দেখা হয় বিশাখার প্রাক্তন প্রেমিক ও শিক্ষক কৌশিকের সঙ্গে। এর পরেই গল্প মোড় নেয় নতুন এক সমীকরণে।
‘আ রিভার ইন হেভেন’ সিনেমাটিতে আরও অভিনয় করছেন শ্রমণা চক্রবর্তী, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, অমৃতা চট্টোপাধ্যায়, তন্নিষ্ঠা বিশ্বাসসহ অনেকেই। জানা গিয়েছে, টান টান কৌতুহলের মোড়কে মোড়া থাকবে এই ছবি।
উল্লেখ্য, চলতি মাস থেকেই সিনেমাটির শুট শুরু হবে। মিথিলার (Mithila) বিপরীতে অভিনয় করবেন ববি চক্রবর্তী। সিনেমার গল্প সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ডও করছেন পরিচালক নিজেই। ইতিমধ্যেই এই সিনেমার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর।