নিউজ ডেস্ক ২২ ডিসেম্বর ২০২০: সম্প্রতি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সিনেমা ‘দ্যা কাশ্মীর ফাইলসের’ শ্যুটিং শুরু করেছিলেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী কিন্তু কাশ্মীর ফাইলসের শ্যুটিংয়ের মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি।
পাকস্থলীতে সংক্রমণে জেরেই মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের খবর। মিঠুন চক্রবর্তী শট দিতে যাওয়ার সময় আচমকা অসুস্থ হয়ে পরলে শুটিং বন্ধ হয়ে যায়। তবে কিছুটা সুস্থ হয়ে বিশ্রাম নিয়ে ফের শট দিয়ে শুটিং শেষ করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। পরিচালক এপ্রসঙ্গে বলেন অন্য কোনও অভিনেতা তাঁর জায়গায় থাকলে কখনই এরকম ভাবে শট দিতে পারতেন না ।