একটি আমের দাম ১০,৬০০ টাকা! অনুব্রতর গড়ে নিলামে বিক্রি হল আম,

একটি আমের দাম ১০,৬০০ টাকা! অনুব্রতর গড়ে নিলামে বিক্রি হল আম,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

একটি আমের দাম ১০,৬০০ টাকা!অনুব্রতর গড়ে নিলামে বিক্রি হল আম,এক কেজি আমের দাম আড়াই লক্ষ টাকা।কিনলেন জনৈক মির্জা ইজাজ বেগ ওরফে পপিন।পৃথিবীর সবচেয়ে দামি প্রজাতির আমের মধ্যে অন্যতম জাপানের মিয়াজ়াকি।সেই আমই ফলেছে বীরভূমের একটি মসজিদ লাগোয়া জায়গায়।সেই আমই নিলামে আড়াই লক্ষ টাকা কেজি দরে কিনে কাপড় ব্যবসায়ী পপিন জানান,আমটি খাবার পর তিনি আঁটি পুঁতবেন মাটিতে।বাড়ির বাগানে জাপানি এই আমগাছ দেখতে পাওয়াই তাঁর লক্ষ্য।

 

 

 

 

 

 

 

মন্দির কমিটি জানাচ্ছে,গাছে ফল ধরার পর এ সম্বন্ধে তারা খোঁজ শুরু করে।তার পর জানতে পারে,এটি মিয়াজ়াকি আমগাছ।এই আম দেখতে আসা সিউড়ির এক চারাগাছ বিক্রেতা সাগর মালের কথায়,‘‘মূলত জাপানি প্রজাতির এই আমগাছ ভারতের জলবায়ুতে বড় হলেও তাতে ফল সচরাচর হয় না।বাংলাদেশের দু’একটি জায়গায় এই আমগাছ রয়েছে বলে শুনেছি।এই আমের বৈশিষ্ট্য হল এর স্বাদ।খেতে ভীষণ মিষ্টি এই আমটির আঁটি খুব ছোট হয়। আর এই আম সহজলভ্য না হওয়ার কারণে পৃথিবীর দামি আমগুলির মধ্যে এটি অন্যতম।প্রায় ২ লক্ষ টাকার কেজি দরে ভারতের বিভিন্ন বাজারে মেলে এই আম।’’

 

 

 

 

 

বীরভূমের দুবরাজপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের একটি মসজিদ লাগোয়া জমিতে রয়েছে মিয়াজ়াকি আমগাছ।আম দেখে মসজিদ কমিটি বুঝতে পারেন দামি প্রজাতির আমগাছ এটি।তার পরেই শুরু হয় শোরগোল।গাছে আম ধরেছে মোট ৮টি।তবে মসজিদ কমিটি সিদ্ধান্ত নেয়,এর নিলাম ডাকা হবে।শুক্রবার নিলামে ১০ হাজার ৬০০ টাকা দিয়ে একটি আম কেনেন পপিন।দুবরাজপুরের বাসিন্দা পপিন জানান,মসজিদ কর্তৃপক্ষকে আর্থিক সাহায্য করার লক্ষ্যেই তিনি নিলামে ১০ হাজার ৬০০ টাকায় আমটি কিনেছেন। তাঁর কথায়,‘‘আন্তর্জাতিক বাজারে এক লক্ষ টাকা কেজি দরে এই আম বিক্রি হয়।আগে খাব।তবে এখান থেকে নতুন একটা আমগাছ চাই।’’

 

 

আরও পড়ুন-   ব্যারাকপুরের পর হিন্দমোটর! গুলি চলল ব্যবসায়ীর উপর,

 

 

বছর তিনেক আগে শেখ নিজামুদ্দিন ওরফে সোনা নামে ওই এলাকারই এক যুবক বিদেশে বেড়াতে গিয়ে এই আমগাছটির চারা কিনে এনে লাগিয়েছিলেন মসজিদের পাশে।কিছু দিন আগে তিনি মারা গিয়েছেন।তাঁর দাদা সেখ মোতায়ার হোসেন ওরফে বাবলু বলেন,‘‘ভাইয়ের গাছের নেশা ছিল।এখান-ওখান থেকে বিভিন্ন চারা এনে লাগাত কিছু দিন আগে ও ক্যানসারে মারা যায়। আর এই গাছটি বড় হওয়ার বুঝতে পারলাম,এটা উন্নত প্রজাতির।আমের রংটাই অন্য রকম।’’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top