বৈদ্যবাটিতে সমাপ্ত হলো এমএলএ কাপ ২০২২। হুগলির বৈদ্যবাটিতে বিএস পার্ক ময়দানে চাপদানি বিধানসভার বিধায়ক তথা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন এর উদ্যোগে সমাপ্ত হলো এমএলএ কাপ ২০২২, গত ২৪ শে ডিসেম্বর থেকে ৩০ শে ডিসেম্বর আটটি দল নিয়ে খেলা হলো, আজ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিলেন বাকসা স্পোর্টিং ক্লাব ও শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব,
এই খেলায় বাকসা স্পোর্টিং ক্লাব টাই বেকারে জয়ী হয়, ফাইনালের দিন অন্য একটি প্রীতি খেলায় এম এল এ একাদশ বনাম চেয়ারম্যান একাদশ মাঠে নামে, এই খেলা অমীমাংসিত ভাবে সমাপ্ত হয়, টসের মাধ্যমে মীমাংসিত হয় এবং জয় লাভ করে চেয়ারম্যান একাদশ এই কয়েকদিনের খেলায় বহুবিশিষ্ট খেলোয়াড় যেমন হেমন্ত ডোরা, রহিম নবী, মানস ভট্টাচার্য, বাস্তব রায়, শিশির ঘোষ, এবং বিএস পার্কের যুগ্ম সেক্রেটারি সৌমেন ঘোষ ও তৃণমূল কংগ্রেসের রাজ্য ও জেলা স্তরের বহু নেতা-নেত্রী উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন পৌরসভার পৌর প্রতিনিধি পৌরপ্রধান এবং সিআইসি মেম্বাররা ছিলেন। প্রতিদিন প্রায় হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক এই ফুটবল খেলা দেখতে মাঠে ভিড় জমিয়েছিলেন।
আরও পড়ুন – বন্দে ভারত এক্সপ্রেস মালদহে ঢুকতেই পুষ্প বৃষ্টি শুরু
উল্লেখ্য, হুগলির বৈদ্যবাটিতে বিএস পার্ক ময়দানে চাপদানি বিধানসভার বিধায়ক তথা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন এর উদ্যোগে সমাপ্ত হলো এমএলএ কাপ ২০২২, গত ২৪ শে ডিসেম্বর থেকে ৩০ শে ডিসেম্বর আটটি দল নিয়ে খেলা হলো, আজ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিলেন বাকসা স্পোর্টিং ক্লাব ও শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব, এই খেলায় বাকসা স্পোর্টিং ক্লাব টাই বেকারে জয়ী হয়, ফাইনালের দিন অন্য একটি প্রীতি খেলায় এম এল এ একাদশ বনাম চেয়ারম্যান একাদশ মাঠে নামে,
এই খেলা অমীমাংসিত ভাবে সমাপ্ত হয়, টসের মাধ্যমে মীমাংসিত হয় এবং জয় লাভ করে চেয়ারম্যান একাদশ এই কয়েকদিনের খেলায় বহুবিশিষ্ট খেলোয়াড় যেমন হেমন্ত ডোরা, রহিম নবী, মানস ভট্টাচার্য, বাস্তব রায়, শিশির ঘোষ, এবং বিএস পার্কের যুগ্ম সেক্রেটারি সৌমেন ঘোষ ও তৃণমূল কংগ্রেসের রাজ্য ও জেলা স্তরের বহু নেতা-নেত্রী উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন পৌরসভার পৌর প্রতিনিধি পৌরপ্রধান এবং সিআইসি মেম্বাররা ছিলেন। প্রতিদিন প্রায় হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক এই ফুটবল খেলা দেখতে মাঠে ভিড় জমিয়েছিলেন।