শালবনিতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করলেন বিধায়ক জুন মালিয়া। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের বাঁকিবাঁধ অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে শনিবার, দিদির দূত হয়ে যোগদান করেন মেদিনীপুর এর বিধায়ক জুন মালিয়া। তার সাথে উপস্থিত ছিলেন শালবনি ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ , তৃনমূল যুব কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ সিংহ ,বাকিবাঁধ অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব ভুঁইয়া , তৃনমূল কংগ্রেসের নেতা শেখ ইমরান,
কৌশিক দোলই, নিখিল ঘোড়ই,তপজ্জল হোসেন,সিদাম ঘোষ ,অঞ্জলি রায় ,রাখেশ সেনাপতি ও তৃনমূল কংগ্রেসের কর্মীগণ। মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া বাঁকিবাঁধ অঞ্চলের বিভিন্ন গ্রামে গিয়ে মানুষজনের সাথে কথা বলেন। তাদের অভাব অভিযোগের কথা তিনি মন দিয়ে শোনেন ।
তিনি গ্রামবাসীদের বলেন আমি দিদির দুত হিসাবে আপনাদের কাছে এসেছি। আপনাদের অভাব অভিযোগগুলি বিবেচনা করে দ্রুত সমাধান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। সেই সঙ্গে তিনি রাজ্য সরকার এর বিভিন্ন প্রকল্পের পরিষেবা পেতে গ্রামবাসীদের কোন অসুবিধা হচ্ছে কিনা তাও জানার চেষ্টা করেন ।তিনি বাড়ির মেয়ের মত বিভিন্ন বাড়িতে গিয়ে মা-বোনদের সাথে যেমন কথা বলেছেন তেমনি রাস্তায় পথ চলতি মানুষের সাথেও কথা বলেছেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে কোন অসুবিধা হচ্ছে কিনা তাও তিনি গ্রামবাসীদের কাছ থেকে জানার চেষ্টা করেন।
আরও পড়ুন – বিনা নোটিশে জাতীয় সড়কের টোল প্লাজা খোলায় ধুন্ধুমার রায়গঞ্জে
উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের বাঁকিবাঁধ অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে শনিবার, দিদির দূত হয়ে যোগদান করেন মেদিনীপুর এর বিধায়ক জুন মালিয়া। তার সাথে
উপস্থিত ছিলেন শালবনি ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ , তৃনমূল যুব কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ সিংহ ,বাকিবাঁধ অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব ভুঁইয়া , তৃনমূল কংগ্রেসের নেতা শেখ ইমরান,কৌশিক দোলই, নিখিল ঘোড়ই,তপজ্জল হোসেন,সিদাম ঘোষ ,অঞ্জলি রায় ,রাখেশ সেনাপতি ও তৃনমূল কংগ্রেসের কর্মীগণ।
মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া বাঁকিবাঁধ অঞ্চলের বিভিন্ন গ্রামে গিয়ে মানুষজনের সাথে কথা বলেন। তাদের অভাব অভিযোগের কথা তিনি মন দিয়ে শোনেন ।তিনি গ্রামবাসীদের বলেন আমি দিদির দুত হিসাবে আপনাদের কাছে এসেছি। আপনাদের অভাব অভিযোগগুলি বিবেচনা করে দ্রুত সমাধান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। সেই সঙ্গে তিনি রাজ্য সরকার এর বিভিন্ন প্রকল্পের পরিষেবা পেতে গ্রামবাসীদের কোন অসুবিধা হচ্ছে কিনা তাও জানার চেষ্টা করেন ।