বর্ষার মরসুমে মোবাইল (Mobile) ফোনে জল ঢুকলে কী করবেন? জানুন কিছু টিপস

বর্ষার মরসুমে মোবাইল (Mobile) ফোনে জল ঢুকলে কী করবেন? জানুন কিছু টিপস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Mobile
বর্ষার মরসুমে মোবাইল (Mobile) ফোনে জল ঢুকলে কী করবেন? জানুন কিছু টিপস
ছবি সংগ্রহে ;সাইন টিভি

বর্ষার মরসুম মানেই হাজারো ঝক্কি।  বর্ষাকাল মানেই হাজার একটা বাড়তি ঝামেলা। বৃষ্টিতে ভেজা যতটা রোমান্টিক শুনতে লাগে, বাস্তবটা কিন্ত বেশ  কঠিন। বৃষ্টির মধ্যে বাইরে পা বাড়ানো মানেই শুধু নিজে নয়, সঙ্গে শখের মোবাইল  (Mobile) ফোন ভিজে যাওয়ার সমস্যাও থাকে। ব্যাগের মধ্যে মোবাইল ফোন  রাখলেও কখনও কখনও ফোনের মধ্যে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মোবাইল (Mobile) ফোনে জল ঢুকে গেলে হ্যাপার আর অন্ত নেই।  সেক্ষেত্রে বর্ষাকালে ফোনের দিকে একটু বাড়তি নজর দেওয়া উচিত বৈকি! আর হঠাৎ যদি ঢুকেই পড়ে, তাহলে যে যে জিনিসগুলো মাথায় রাখবেন,

 

 

আর ও পড়ুন    পূর্ণদৈর্ঘ্য ছবিতে এবার কি আসতে চলেছেন শাহরুখ (Shah Rukh) কন্যা সুহানা (Suhana) খান?

১. অল্প জল পড়ে ভিজে গেলেই সঙ্গে সঙ্গে  ফোন বন্ধ করে দিন।

২. বাড়িতে পা রাখা মাত্রই ফোনের ব্যাটারি, সিম কার্ড সবটা খুলে রাখুন।

৩. মসলিন কাপড় বা টিস্যু দিয়ে সেগুলো মুছে রেখে দিন।

৪. বাড়িতে ইলেকট্রনিক্স বাল্ব থাকলে, তার সামনে ব্যাটারি, ফোন, সিম কার্ড শুকিয়ে নিন।

৫. ফোনের স্পিকারেও জল যাওয়ার সম্ভাবনা থাকে। সেটিও বাল্বের সামনে রেখে দিয়ে শুকিয়ে নিন।

৬. জল শুকিয়ে গেলেও সারারাত ফোন বন্ধ করে রেখে দিন।

৭. সার্কিটের ক্ষতি না হলে ফোন অন হব। নতুবা প্রফেশনাল কারও সাহায্য নিতে হতে পারে।

৮. ওয়াটারপ্রুফ ব্যাগ ব্যবহার করুন। যাতে ফোন রাখলেও নিরাপদে থাকতে পারে।

৯. ফোনে ওয়াটারপ্রুফ কভারও লাগাতে পারেন। সেক্ষেত্রে ফোনের ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে।

এই নিময়মগুলি একটি মেনে চললে মোবাইল (Mobile) ফোনে জল ঢুকে গেলেও কিছুটা সমাধান পেতে পারেন। আর এর পরেও যদি মোবাইল ফোন ঠিক না হয় তাহলে দোকানে ছুটে যেতেই হবে। তাই যতোটা সম্ভব বর্ষার দিনে নিজের মোবাইল ফোনকে সাবধানে রাখুন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top