দশমীর অনুষ্ঠানে গিয়ে রামমন্দির উদ্বোধনের তারিখ ঘোষণা মোদীর, ফের নিশানা তাঁকে

দশমীর অনুষ্ঠানে গিয়ে রামমন্দির উদ্বোধনের তারিখ ঘোষণা মোদীর, ফের নিশানা তাঁকে

মঙ্গলবার বিজয়া দশমীর রাতে সরসঙ্ঘচালক অনুষ্ঠানে এসে রামমন্দির উদ্বোধনের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছর ২২ জানুয়ারি উদ্বোধন হবে রামমন্দির। চব্বিশেই লোকসভা ভোট। আর ভোটের আগে এমন প্রচারে ফের নিশানায় তিনি।

আরও পড়ুনঃ বিজয়ার সকালে শুভেচ্ছা বার্তা মোদী মমতার

মঙ্গলবার প্রধানমন্ত্রীর ঘোষণা, আগামী রামনবমী পালিত হবে অযোধ্যার নতুন রামমন্দিরে। এ দিনই সরসঙ্ঘচালক মোহন ভাগবত আরএসএসের বিজয়া দশমীর অনুষ্ঠানের মঞ্চ থেকে জানিয়েছেন, অযোধ্যায় নতুন রামমন্দিরের দরজা খুলবে ২২ জানুয়ারি। সেই একই দিনে মোদীর রামমন্দির নিয়ে এই বক্তব্য তাই আরও বেশি তাত্‍পর্যপূর্ণ ঠেকেছে রাজনৈতিক মহলের কাছে।

 

এ দিন দ্বারকার এক রাবণ-দহন অনুষ্ঠানে যোগ দিয়ে মোদী বলেন, ”কয়েক দিন পরেই ভগবান রাম আসতে চলেছেন। রামমন্দির প্রতিষ্ঠা আমাদের জয়।” লোকসভা নির্বাচনের প্রচারে হিন্দু ভোটের মেরুকরণের লক্ষ্যে রামমন্দির যে বিজেপির অন্যতম হাতিয়ার হতে চলেছে, তা আজ ফের এক বার স্পষ্ট করে দিলেন মোদী। ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করার কথা মোদীর। আজ রামলীলা অনুষ্ঠানের মঞ্চ থেকে রামমন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি বলেন, ”রামমন্দিরে রামলালার অধিষ্ঠান হতে আর মাত্র কয়েক মাস বাকি। ভগবান রামচন্দ্র আসতে চলেছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে, রামমন্দির নির্মাণের সাক্ষী থাকতে পারলাম।” এর পরেই তাঁর সংযোজন, ”আগামী রামনবমী পালন করা হবে ওই রামমন্দিরে।” একই সঙ্গে, রামের আদর্শে দেশ গড়ারও ডাক দেন তিনি।

 

২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করার কথা মোদীর। আজ রামলীলা অনুষ্ঠানের মঞ্চ থেকে রামমন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি বলেন, ”রামমন্দিরে রামলালার অধিষ্ঠান হতে আর মাত্র কয়েক মাস বাকি। ভগবান রামচন্দ্র আসতে চলেছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে, রামমন্দির নির্মাণের সাক্ষী থাকতে পারলাম।” এর পরেই তাঁর সংযোজন, ”আগামী রামনবমী পালন করা হবে ওই রামমন্দিরে।” একই সঙ্গে, রামের আদর্শে দেশ গড়ারও ডাক দেন তিনি।

 

হিন্দু-ভোট এককাট্টা করার এই চেষ্টায় জাতগণনার দাবি ওঠা যে বাধা হয়ে দাঁড়াতে পারে, তা বিলক্ষণ জানেন মোদী। সেই কারণেই এ দিন দেশে মাথাচাড়া দেওয়া ‘বিভেদকামী শক্তি’ সম্পর্কেও সতর্ক করেছেন তিনি। নিশানা করেছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’-কে। সম্প্রতি ‘ইন্ডিয়া’র দলগুলি বিহারের ধাঁচে সারা দেশে জাতভিত্তিক সমীক্ষার দাবি তুলে মোদী সরকারের উপরে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে।

en.wikipedia.org