প্রতি কেজি টমেটো বিক্রি করা হচ্ছে 50 টাকায়, স্বাধীনতা দিবসে আমজনতাকে স্বস্তি দিলেন মোদী সরকার

প্রতি কেজি টমেটো বিক্রি করা হচ্ছে 50 টাকায়, স্বাধীনতা দিবসে আমজনতাকে স্বস্তি দিলেন মোদী সরকার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

প্রতি কেজি টমেটো বিক্রি করা হচ্ছে 50 টাকায়, স্বাধীনতা দিবসে আমজনতাকে স্বস্তি দিলেন মোদী সরকার, দেশে বর্তমানে সবজির দাম রয়েছে চড়া। বিশেষ করে টমেটোর দাম রয়েছে আগুন। এই টমেটোর দাম বৃদ্ধির জেরে জুলাই মাসে খাদ্য মুদ্রাস্ফীতির হার পৌঁছেছে 11.51 শতাংশে। তবে স্বাধীনতা দিবসে আমজনতাকে স্বস্তি দিয়েছে মোদী সরকার। প্রতি কেজি টমেটো বিক্রি করা হচ্ছে 50 টাকায়। ভোক্তা বিষয়ক বিভাগ এনসিসিএফ এবং নাফেডকে 50 টাকায় প্রতি কেজি টমেটো বিক্রির নির্দেশ দিয়েছে। বিশেষ বিষয় হল, বাজারে বর্তমানে টমেটোর প্রতি কেজির দাম রয়েছে 150 -200 টাকা।

 

 

 

 

 

বিশেষ বিষয় হল, প্রথমে NCCF এবং NAFED দিল্লিতে প্রতি কেজি 90 টাকা দরে টমেটো বিক্রি করা শুরু করেছিল। 16 জুলাই থেকে সেই দাম কমিয়ে করা হয় প্রতি কেজি 80 টাকা। পরবর্তীতে 20 জুলাই থেকে, দাম কমিয়ে 70 টাকা করা হয়েছিল। আর এখন স্বাধীনতা দিবস থেকে টমেটো বিক্রি হবে প্রতি কেজি 50 টাকায়।

 

 

 

 

 

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, NCCF দিল্লিতে 70 টি জায়গায় ও নয়ডা- গ্রেটার নয়ডার 15 টি জায়গায় মোবাইল ভ্যান বসিয়ে সাধারণ মানুষের কাছে সস্তা দামে টমেটো বিক্রি করেছে। পাশাপাশি ONDC -এর মাধ্যমে NCCF অনলাইনে সস্তা দামে টমেটো বিক্রি করছে। জানানো হয়েছে, NCCF ও NAFED এই টমেটোগুলি অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকে কিনছে। এমন জায়গাতেই এই টমেটো বিক্রি করা হচ্ছে, যেখানে টমেটোর দাম আকাশ ছুঁয়েছে।

 

 

 

 

 

সারা দেশে এক সময় টমেটোর দাম আকাশ ছুঁয়েছিল।কলকাতাও সেই তালিকা থেকে বাদ পড়েনি। একসময় টমেটোর দাম হয়েছিল 400 টাকা।বর্তমানে শহর কলকাতায় প্রতি কেজি টমেটোর দাম রয়েছে 150 টাকা।বাজার সূত্রে খবর,রাজ্যে টমেটোর দাম কিনতে আরও 2 মাস সময় লেগে যাবে।

 

 

 

 

আরও পড়ুন –  রাজ্যে সংশোধনাগার থেকে বন্দিমুক্তি নিয়েও দুর্নীতি? ‘চরম দুর্নীতির’ অভিযোগ বিজেপির,

 

 

 

 

সম্প্রতি,পাইকারি বাজারে টমেটোর দাম কমছে।যার জেরে সরকার প্রতি কেজি টমেটো 50 টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।মন্ত্রকের তরফে জানানো হয়েছে,14 জুলাই থেকে দিল্লি-এনসিআরে সস্তা দামে টমেটো বিক্রি করা শুরু হয়েছে।এর আগে NAFED এবং NCCF খুচরো বাজারে টমেটো বিক্রি করা হচ্ছিল 80 টাকা কেজি হিসেবে।13 অগাস্ট পর্যন্ত সরকার খুচরো বাজারে 15 লাখ কেজি টমেটো ক্রয় ও বিক্রি করেছে।সরকার দিল্লি এনসিআর ছাড়াও রাজস্থানের যোধপুর কোটা,উত্তরপ্রদেশের লখনউ, কানপুর,বারাণসী,প্রয়াগরাজ এবং বিহারের পাটনা, মুজাফফরপুর,বক্সারে সস্তায় টমেটো বিক্রি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top