আসন্ন ২০২৪ -এর লোকসভা নির্বাচন। আর তার আগে চলতি বছর রয়েছে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। আর এবার ফের বিজেপির নির্বাচনী প্রচারে মোদীকেই মুখ হিসাবে রাখতে চাইছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিজেপির নির্বাচনী প্রচার। বৃহস্পতিবার রাজস্থানের (Rajasthan) যোধপুর নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেসকে কড়া ভাষায় তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অশোক গেহলট সরকারের ‘লাল ডায়ারি’ প্রসঙ্গ থেকে প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যু তুলে ধরে কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন মোদী।
আরও পড়ুনঃ আগামী ১০ তারিখের মধ্যে সব নথি ইডিকে জমা দিতে হবে অভিষেকের, আদালত
এদিন যোধপুরে ৫ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন তিনি। গেহলট সরকারের ‘লাল ডায়ারি’র প্রসঙ্গ তুলে মোদী বলেন, “জনগণ বলছে, ওই ডায়ারিতে কংগ্রেসের সমস্ত দুর্নীতির কথা লেখা রয়েছে। কংগ্রেসের দুর্নীতি প্রকাশ করতে, সত্যি উদ্ঘাটন করতে রাজ্যে বিজেপি সরকার গঠন করতে হবে।” এপ্রসঙ্গেই প্রধানমন্ত্রীর তোপ, “জনগণের প্রতি কোনও আগ্রহ নেই, কেবল ভোট ব্যাঙ্ক ভালবাসে কংগ্রেস।”
অন্যদিকে, জনগণের স্বাস্থ্য বিজেপির কাছে অগ্রাধিকার জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে আমরা দরিদ্রদের বিনামূল্যে চিকিত্সা পরিষেবা দিচ্ছি।” এছাড়া রাজস্থানের সার্বিক উন্নয়ন ঘটানোই বিজেপির লক্ষ্য বলে জানান তিনি। জনগণের স্বাস্থ্য বিজেপির কাছে অগ্রাধিকার জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে আমরা দরিদ্রদের বিনামূল্যে চিকিত্সা পরিষেবা দিচ্ছি।” এছাড়া রাজস্থানের সার্বিক উন্নয়ন ঘটানোই বিজেপির লক্ষ্য বলে জানান তিনি। মোদীর কথায়, “রাজস্থানকে উন্নয়নশীল দেশের ইঞ্জিন করতে দৃঢ়প্রতিজ্ঞ বিজেপি। পর্যটনে রাজস্থানকে ১ নম্বর রাজ্য করার অঙ্গীকার করছে বিজেপি।” আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যদি বিজেপি রাজস্থানে সরকার গড়ে তাহলে পর্যটনে ১ নম্বর রাজ্য হবে এটি।”
এদিন যোধপুরে এক সরকারি অনুষ্ঠান থেকে ৫ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা সরকারি অনুষ্ঠান হলেও অনুপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এপ্রসঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী গেহলটকে তোপ দেগে নরেন্দ্র মোদীর কটাক্ষ, “ওঁনার মোদীর পর অনেক ভরসা রয়েছে। সেজন্য ওঁনার মনে হয়েছে, মোদী আসছেন, হয়ে যাবে। আর আমিও ওঁনাকে বলছি, আপনি বিশ্রাম করুন। এবার আমরা সামলে নেব।”