‘ডিপফেক’ প্রযুক্তির শিকার মোদী, এই নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

 'ডিপফেক' প্রযুক্তির স্বীকার মোদী, এই নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

‘ডিপফেক’ প্রযুক্তির, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাত্‍, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এত নিখুঁত নকল ভিডিয়ো তৈরি করা হচ্ছে, যা দেখে আসলের সঙ্গে প্রভেদ করার উপায় নেই। গত করেকদিনে এই প্রযুক্তির স্বীকার হয়েছেন রশ্মিকা মান্ধানা, ক্যাটরিনা কাইফ, কাজল। এবার ডিপফেকের শিকার হলেন খোদ প্রধানমন্ত্রী মোদী। শুক্রবার (১৭ নভেম্বর) নিজেই এই খবর জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেই সঙ্গে ডিপফেক প্রযুক্তি ব্যবহারের বিপদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

 

সাম্প্রতিক দিনগুলিতে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে ডিপফেক ভিডিয়োয়। এই নিয়ে জোর চর্চাও চলছে। অনেকেই এই প্রযুক্তিকে বিপজ্জনক বলে মনে করছেন। এদিন প্রধানমন্ত্রী মোদীও এই প্রযুক্তির বিপদ সম্পর্কে সতর্ক করলেন দেশবাসীকে। এদিন নয়া দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘দিওয়ালি মিলন’ উত্‍সব পালন করা হচ্ছে। সেই অনুষ্ঠান যোগ দেন প্রধানমন্ত্রীও। সেখানেই ডিপফেকের বিপদ নিয়ে সরব হন তিনি। তিনি জানান, এইভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করা হচ্ছে। এমনকি, তাঁরও ডিপফেক ভিডিয়ো তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, “সম্প্রতি আমি একটি ভিডিয়ো দেখেছি যেখানে আমাকে গান হাইতে দেখা যাচ্ছে। যারা আমাকে পছন্দ করেন, তারা এই ভিডিয়োটি আমায় ফরোয়ার্ড করেছেন।”

আরও পড়ুনঃ ‘কোহলির রেকর্ড ভাঙ্গতে পারবে বাবর’, বলছেন প্রাক্তন পাক ক্রিকেটার

মোদী জানিয়েছেন, ‘ডিপফেক’ ভিডিয়ো তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অত্যন্ত সমস্যার। সাধারণ মানুষকে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ এবং ‘ডিপ ফেক’ বিষয়ে শিক্ষিত করার জন্য তিনি সংবাদমাধ্যমকে আহ্বান জানিয়েছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা, চ্যাটজিপিটি-কে ডিপফেক কনটেন্টের বিষয়ে সতর্কতা জারির পরামর্শও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “ডিপফেক অত্যন্ত বড় উদ্বেগের বিষয়। চ্যাটজিপিটির টিমকে আমি বলব তাদের কন্টেন্টে যেগুলি ডিপফেক, সেগুলির বিষয়ে সতর্কতা জারি করতে।”

 

দীপাবলি মিলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ভারতকে ‘বিকশিত ভারত’-এ পরিণত করার বিষয়ে তাঁর সংকল্পের কথাও উল্লেখ করেন। তিনি বলেছেন, “এগুলো নিছক কথার কথা নয় বরং এটা বাস্তব ঘটনা।” তিনি আরও জানান, তিনি যে ‘ভোকাল ফর লোকাল’-এর স্লোগান দিয়েছিলেন, তা ব্যাপক জনসমর্থন পেয়েছে। তিনি বলেন, কোভিড মহামারি চলাকালীন ভারতের সাফল্য, দেশবাসীর মনে আস্থা তৈরি করেছে। মানুষ বুঝতে পেরেছে দেশ এখন আর থেমে থাকবে না। ছট পূজা একটা জাতীয় উত্‍সবে পরিণত হয়েছে বলেও জানান তিনি। মানুষ বুঝতে পেরেছে দেশ এখন আর থেমে থাকবে না। ছট পূজা একটা জাতীয় উত্‍সবে পরিণত হয়েছে বলেও জানান তিনি।