নিউজ ডেস্ক, ৫ অক্টোবর, ২০২০:২০২০ যেন শুধুই খারাপ সংবাদ পাওয়ার বছর।প্রবীণ গায়ক শক্তি ঠাকুর প্রয়াত।জানা গিয়েছে, হার্ট অ্যাটাক মৃত্যু হয়েছে তাঁর।মেয়ে মেহুলি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন।শক্তির ছোট মেয়ে মোনালি ঠাকুর এখনও সুইজারল্যান্ডে রয়েছেন।
প্রবীণ গায়ক এবং অভিনেতা বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।সেই মতন চিকিৎসা চলছিল তাঁর।তবে আজ সকালে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তাঁর মৃত্যুর খবর আসার পর বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। শুধু মাত্র গান ই নয় বেশ কিছু সিনেমায় অভিনয় করতেও দেখা গিয়েছে শক্তি ঠাকুরকে।উৎপল দত্ত, বিকাশ রায় প্রমুখ অভিনেতাদের সাথে কাজ করেছিলেন।মেয়ে মোনালি ঠাকুর তাঁর বাবার কাছ থেকে সব সময় অনুপ্রেরণা পেতেন বলেও পর্দার সামনে একাধিকবার জানিয়েছেন দর্শকদের।
এমনকি ‘সা রে গা মা পা’ এর আগের সিজিনেও মোনালি তার বাবা শক্তি ঠাকুর সম্পর্কে কথা বলেছেন, যে তাঁর বাবাই তাঁর প্রথম সংগীত শিক্ষক ছিলেন।
আরও পড়ুন…ডায়েট করতে গিয়ে প্রাণ হারালেন অভিনেত্রী
যদিও বর্তমানে মহামারীর কারনে মোনালি ঠাকুর সুইজারল্যান্ডে রয়েছেন।