ফের টাকার হদিশ ! গড়িয়াহাটে কোটি টাকা উদ্ধার, গ্রেফতার গাড়ি মালিক

ফের টাকার হদিশ ! গড়িয়াহাটে কোটি টাকা উদ্ধার, গ্রেফতার গাড়ি মালিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের টাকার হদিশ ! গড়িয়াহাটে কোটি টাকা উদ্ধার, গ্রেফতার গাড়ি মালিক, জানা যাচ্ছে, নিশীথের টাকাই বড়বাজারের এক ব্যবসায়ীর কাছে যাচ্ছিল। অঙ্কটা এক কোটি। গোয়েন্দারা মনে করছেন, এই টাকা নেহাতই কোনও ব্যবসার টাকা নয়। বুধবার ৮ ফেব্রুয়ারি বালিগঞ্জে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় তারা। সঙ্গে ৫/এ আর্ল স্ট্রিটেও অভিযান চলে। প্রায় ১০ ঘণ্টার বেশি সময় তল্লাশির পর বালিগঞ্জ থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। একটি ডেস্কটপও উদ্ধার করে ইডি, সঙ্গে বেশ কিছু নথি।

 

 

 

গড়িয়াহাটে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় আটক গাড়ির মালিক নিশীথ রায়। পেশায় ব্যবসায়ী নিশীথের বাড়ি বাঙুর অ্যাভিনিউয়ে। টাকা উদ্ধারের ঘটনায় আগেই গ্রেফতার হয়েছেন দুলাল মণ্ডল ও মুকেশ সরস্বত নামে দুজন। শেষ পাওয়া খবর অনুযায়ী, তিন জনকে লালবাজারে জেরা করছেন গোয়েন্দারা। কলকাতা পুলিশের এআরএস ও এসটিএফের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। এর নেপথ্যে কি হাওয়ালা যোগ? সূত্রের খবর, সল্টলেকের এক ব্যবসায়ীর কাছ থেকে বড়বাজারের এক ব্যবসায়ীর কাছে টাকা পাঠানো হচ্ছিল। গড়িয়াহাটের কাছে একটি শপিং মলের সামনে টাকা হাতবদল হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। দুই ব্যবসায়ীর খোঁজ মিললে রহস্যের সমাধান হবে বলে মনে করছেন তদন্তকারীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে এই টাকা লেনদেনের পিছনে রাজনৈতিক যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

 

 

আরও পড়ুন –  নিরাপত্তারক্ষীদের তাড়া খেয়ে গঙ্গায় ঝাঁপ তিন বন্ধুর, অভিযোগ পরিবারের

 

জানা যাচ্ছে, নিশীথের টাকাই বড়বাজারের এক ব্যবসায়ীর কাছে যাচ্ছিল। অঙ্কটা ছিল এক কোটি। গোয়েন্দারা মনে করছেন, এই টাকা নেহাতই কোনও ব্যবসার টাকা নয়। এই টাকার সঙ্গে হাওয়ালা যোগ থাকতে পারে। কোন কাজে এই টাকা ব্যবহৃত হচ্ছিল, এই টাকা হাতবদল হয়ে কোথায় যেত, কেবল কি বড়বাজারের ব্যবসায়ীর কাছে, নাকি সেখান থেকে অন্য কারোর কাছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত তিন জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হচ্ছে। আরেক ব্যবসায়ীর নাম জানতে তৎপর তদন্তকারীরা। কলকাতা পুলিশের এআরএস ও এসটিএফের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। এর নেপথ্যে কি হাওয়ালা যোগ?

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top