দেশে বর্ষা ঢুকছে কবে? দিনক্ষণ জানিয়ে দিল মৌসম ভবন,

দেশে বর্ষা ঢুকছে কবে? দিনক্ষণ জানিয়ে দিল মৌসম ভবন,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দেশে বর্ষা ঢুকছে কবে? দিনক্ষণ জানিয়ে দিল মৌসম ভবন, মার্চ-এপ্রিলের গরমে হিমশিম খেয়েছে পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্য। মে মাসেও গরমের দাপট নেহাত কম নয়! মাঝেমধ্যে বৃষ্টিতে খানিকটা স্বস্তি মিললেও পুরোপুরি রেহাই পাওয়া যাচ্ছে না। জুন মাস মানেই বর্ষার আগমনের সময়। আর মাত্র ক’টা দিন বাদেই জুন মাস। এই আবহে শুক্রবার মৌসম ভবন বর্ষার প্রবেশের সময় জানিয়ে দিল। সব ঠিক থাকলে আগামী ৪ জুন কেরলে বর্ষা ঢুকতে পারে, এমন সম্ভাবনার কথাই জানিয়েছে মৌসম ভবন।

 

 

 

 

 

 

বর্ষার অপেক্ষায় পশ্চিমবঙ্গও। এ রাজ্যে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুন। তবে চলতি বছরে কবে বাংলায় পা রাখবে বর্ষা, তা এখনও জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। যদিও হাওয়া অফিস সূত্রে খবর, কেরলে বর্ষা দেরি করে এলেই যে বাংলাতেও বিলম্ব হবে, তার কোনও নিশ্চয়তা নেই। কেরলে বর্ষা প্রবেশের পরই এই ব্যাপারে স্পষ্ট হওয়া যাবে।

 

 

 

 

 

 

মৌসম ভবন আরও জানিয়েছে, চলতি বছরে বর্ষা স্বাভাবিক হবে। আগামী সপ্তাহে আরব সাগরে কোনও ঘূর্ণাবর্তের সম্ভাবনা নেই। চলতি বছরে দেশের একাংশে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছিল। এই আবহে বর্ষার জন্য পথ চেয়ে বসে রয়েছেন সকলে।

 

 

 

 

আরও পড়ুন –   ‘মানুষের নিরাপত্তা নেই, ভিভিআইপি নিরাপত্তা নিতে লজ্জা হয়’, ফের পুলিশের ভূমিকা নিয়ে…

 

 

 

দেশের মধ্যে কেরলে প্রথম পা রাখে বর্ষা। কেরলে বর্ষা আসার স্বাভাবিক সময় ১ জুন। মৌসম ভবন আগেই জানিয়েছিল যে, এ বার দেশে বর্ষা ঢুকতে কিছুটা দেরি হবে। সেই পূর্বাভাসই সত্যি হতে চলেছে। ২০১৮ এবং ২০২২ সালে নির্ধারিত সময়ের আগেই বর্ষা এসেছিল। ওই ২ বছরে বর্ষা ঢুকেছিল ২৯ মে। ২০১৯ এবং ২০২১ সালে নির্দিষ্ট সময়ের কয়েক দিন পর বর্ষা ঢুকেছিল দেশে। ২০১৯ সালে বর্ষা ঢুকেছিল ৮ জুন। ২০২০ সালে ১ জুন বর্ষা ঢুকেছিল দেশে। ২০২১ সালে ৩ জুন দেশে পা রেখেছিল বর্ষা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top