Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
পেঙ্গুইনের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা,

ভেসে আসছে একের পর এক পেঙ্গুইন, পেঙ্গুইনের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা,দেখুন…

ভেসে আসছে একের পর এক পেঙ্গুইন, পেঙ্গুইনের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা,দেখুন…

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভেসে আসছে একের পর এক পেঙ্গুইন, পেঙ্গুইনের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা,দেখুন… মড়ক লেগেছে পেঙ্গুইনের! গত কয়েকদিন ধরেই উরুগুয়ের পূর্ব-উপকূলে ভেসে আসছে একের পর এক পেঙ্গুইন। গত ১০ দিনে প্রায় ২ হাজার মৃত পেঙ্গুইন ভেসে এসেছে ওই এলাকায়। কিন্তু কী কারণে এই পেঙ্গুইন মারা যাচ্ছে সেটাই বুঝতে পারছেন না বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা। এই পেঙ্গুইনের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

 

 

 

 

 

 

 

এই সঙ্গেই পেঙ্গুইনের মৃত্যুর কারণ এবং ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। গত দশ দিনে উরুগুয়ের সমুদ্রসৈকতে ভেসে আসা পেঙ্গুইনগুলি ম্যাগেলানিক প্রজাতি। সেখানেই এই পেঙ্গুইনের মৃতদেহগুলি ভেসে এসেছে। জানা গিয়েছেম, ওই মৃত পেঙ্গুইনগুলি মূলত অল্প বয়সী। অনেকেরই ধারণা সাগরে অবৈধভাবে মাছ ধরার কারণে পেঙ্গুইন মারা যাচ্ছে।

 

 

 

 

 

 

উরুগুয়ের সমুদ্র উপকূলে হঠাৎই ভেসে এল আসা পেঙ্গুইনের দেখে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে সেগুলি। ‘আভিয়ান’ নামে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে পেঙ্গুইনগুলি বলে ধারণে করা। কিন্তু বিশেষজ্ঞদের একাংশের মতে, এই রোগে আক্রান্ত হয়ে এত পেঙ্গুইনের মৃত্যু হতে পারে না।

 

 

 

 

 

পরিবেশবিদদে একাংশ জানান ওই অঞ্চলে দূষণ বৃদ্ধি পাচ্ছে। ফলে সামুদ্রিক অন্যান্য প্রাণীর মতই বিপন্ন হচ্ছে এই পেঙ্গুইনগুলি। সমুদ্রে যথেচ্ছ মাছ ধরা এবং ক্রমবর্ধমান দূষণের কারণে এই প্রজাতির পেঙ্গুইনগুলি সংকটে পড়ছে জানিয়েছেন পরিবেশবিদরা। ওই এলাকায় সামুদ্রিক দূষণ কমানো এবং মাছ ধরার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনার দাবিতে সরব হন পরিবেশবিদরা।

 

 

 

 

 

কারণ এর জেরে ওই এলাকায় পেঙ্গুইনদের খাবারের সংকট দেখা দিচ্ছে। এই প্রসঙ্গে রিচার্ড টেরোস বলে এক পরিবেশবিদ জানিয়েছেন, খাদ্যের অভাবের কারণেই মৃত্যু হয়েছে এত পেঙ্গুইনের। উরুগুয়ের উপকূলের প্রায় দশ কিলোমিটার এলাকা ধরে অন্তত ৫০০টি মৃত পেঙ্গুইন পড়ে রয়েছে বলেও জানিয়েছেন উরুগুয়ের উপসাগরীয় সংরক্ষিত এলাকা লেগুনা দে রোচা’র পরিচালক হেক্টর কায়মারিস।

 

 

 

 

আরও পড়ুন –  পঞ্চায়েত অফিসে আটকে সারমেয় , উপপ্রধানকে ফোন করে নিজেকে উদ্ধার করার আর্জি…

 

 

 

 

উরুগুয়ের পরিবেশ মন্ত্রকের প্রধান কারমেন লেইজাগোয়েন বলেন, ‘আটলান্তিক মহাসাগরের জলেই মারা গিয়েছে এই পেঙ্গুইনগুলি। পরে সমুদ্রের স্রোতের টানে এই পেঙ্গুইনগুলি ভেসে আসছে উরুগুয়ের উপকূলে। মৃত পেঙ্গুইনগুলির ৯০ শতাংশেরই বয়স কম।’ ওই পেঙ্গুইনগুলির মৃত্যুর কারণ জানাতে দেহগুলি পরীক্ষা করে দেখা হয়। তবে পেঙ্গুইনের পাকস্থলীর ভিতর থেকেও কিছু উদ্ধার হয়নি বলে জানিয়েছেন কারমেন লেইজাগোয়েন। ম্যাগেলানিক পেঙ্গুইনের মূলত দেখা যায় দক্ষিণ আর্জেন্টিনা উপকূলে। দক্ষিণ গোলার্ধে শীত পড়লে এই পেঙ্গুইনগুলি খাবার এবং গরম জলের সন্ধানে চলে যায় উত্তর গোলার্ধে। এমনকি ব্রাজ়িল উপকূল পর্যন্তও চলে যায় এই পেঙ্গুইনগুলি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top