মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ হাজারের বেশি কর্মী-সমর্থকের

মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ হাজারের বেশি কর্মী-সমর্থকের ,সাগরদিঘি উপ-নির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস। ভরাডুবি হয়েছে শাসক তৃণমূল। এরমধ্যেই দলে বড় ভাঙনে চাপে ঘাসফুল শিবির। সাগরদিঘির পর্যালোচনা বৈঠক শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে শাসকের অস্বস্তিতে বাড়িয়ে অধীর চৌধুরীর হাত ধরে তৃণমূল (Trinamool) ছেড়ে কংগ্রেসে (Congress) যোগদান হাজারের বেশি কর্মী-সমর্থকের। শনিবার দুপুরে মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয়। সেই যোগদান সভায় মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক থেকে হাজারের বেশি তৃণমূল কর্মী-সমর্থক দল ছেড়ে কংগ্রেসের যোগদান করেন। পাশাপাশি ভগবানগোলা থেকে বেশ কিছু বিজেপি কর্মীও কংগ্রেসে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

 

 

 

 

সাগরদিঘি উপ-নির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস। ভরাডুবি হয়েছে শাসক তৃণমূল। তারপরেই সংখ্যালঘু ভোট কেন হাতছাড়া হল তা নিয়ে পর্যালোচনা শুরু করেছেন তৃণমূল নেতারা। তৈরি হয়েছে কমিটি। একদিন আগেই কালীঘাটে বসেছিল পর্যালোচনা বৈঠকও। সূত্রের খবর, সেখানে ধমক খেতে হয় জেলার দুই সংসদ আবু তাহের খান ও খলিলুর রহমানকে। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তৃণমূলে ভাঙন মুর্শিদাবাদে। যা নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। যোগদান পর্ব শেষে অধীর চৌধুরী বলেন, “এই যোগদান চলবে। মুর্শিদাবাদে আগামীদিনে তৃণমূল বলে কিছু থাকবে না।”

 

 

আরও পড়ুন –গ্রেফতার জিতেন্দ্র তিওয়ারি ! আসানসোলে কম্বলকাণ্ডে বিজেপি নেতাকে নয়ডায় যমুনা এক্সপ্রেস ওয়ে…

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook  পেজ এবং Youtube )