নিজস্ব সংবাদদাতা ৭ নভেম্বর ২০২০:মুর্শিদাবাদ জেলা পরিষদ নিয়ে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবু তাহের খানের ডাকা বৈঠক বয়কট করলেন সভাধিপতি সহকারি সভাধিপতি , অধিকাংশ কর্মাধ্যক্ষ ও জেলার অন্যান্য সদস্যরা। সভা ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকায়।
মুর্শিদাবাদের খরগ্রামে পরিচিত নাম মফিজ উদ্দিন মন্ডল যিনি জেলা পরিষদের বনভূমি কর্মাধক্ষ্য ছিলেন তার অকাল মৃত্যুতে জেলা পরিষদ খরগ্রামে একটি স্মরণসভার আয়োজন করে। সূত্রের খবর এই স্মরণসভায় আসার কথা ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর । সেই কথাটি সংবাদমাধ্যমকে জানান জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন । তবে আবু তাহের খানের বক্তব্য খরগ্রাম স্মরণ সভা হবে দলীয় পতাকার নিচে অথচ এই আলোচনা সভায় অনুপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি মোশারফ হোসেন এবং জেলার কর্ডিনেটর সৌমিক হোসেন।এছাড়াও আসেননি আরও বেশ কিছুজন বিধায়ক। জেলা সভাপতির বক্তব্য সকলকে জানানো হয়েছিল। তবে তারা তাদের নিজের নিজের ব্যক্তিগত কাজে বাইরে আছেন বলে মতামত দেন ।
আরও পড়ুন…জলের দাবিতে পথ অবরোধ করেবিক্ষোভ দুর্গাপুরে
এখন প্রশ্ন তাহলে আগামী 8 তারিখ জেলা পরিষদের উদ্যোগে হবে স্বরণসভা না দলীয় পতাকার নিচে হবে মফিজ উদ্দিন মন্ডলের স্বরণসভা সেটাই দেখার বিষয়।