বদ্ধ ঘরে মশার কয়েল! মৃত্যু একই পরিবারের ৬ জনের

বদ্ধ ঘরে মশার কয়েল! মৃত্যু একই পরিবারের ৬ জনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বদ্ধ ঘরে মশার কয়েল! মৃত্যু একই পরিবারের ৬ জনের , মশার কামড় থেকে বাঁচতে অনেকেই ভরসা করেন মশার কয়েলের উপর। কেউ কেউ মশারি না টাঙিয়ে মশার কয়েল জ্বেলেই ঘুমিয়ে পড়েন। বদ্ধ ঘরে মশার কয়েল জ্বালিয়ে শোওয়া যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা ফের সামনে এল। মশার কয়েল জ্বালিয়ে ঘুমে যাওয়ায় একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে দিল্লিতে। দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায় থাকত ওই পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মশার কয়েল জ্বালিয়ে দরজা-জানলা বন্ধ করে ঘুমাচ্ছিলেন ওই পরিবারের সদস্যরা। সে সময়ই মশার জ্বলন্ত কয়েল পড়ে গদির উপর। তা পুড়তে শুরু করে। সব মিলিয়ে বিষাক্ত ধোঁয়ায় ভরে যায় ঘরে। এর জেরেই অচৈতন্য হয়ে পড়েন ঘুমিয়ে থাকা একই পরিবারের ৬ সদস্য। এবং দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

 

 

 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ৬ জনের মধ্যে রয়েছে ৪ জন পুরুষ, এক জন মহিলা এবং এক জন শিশু। পরিবারের বাকী দুজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই ঘটনায়। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক জনকে ছেড়ে দেওয়া হলেও অপর এক জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

আরও পড়ুন – জামিন মিলল না দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়ার

 

 

ঘটনা নিয়ে দিল্লি পুলিশের সিনিয়র অফিসার জয় তিরকে বলেছেন, “শাস্ত্রী পার্কের একটি বাড়িতে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই পরিবারের সদস্যদের। রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়েছিলেন ওই পরিবারের লোকেরা। রাতের কোনও সময় মশার কয়েলের আগুন গদির উপরে পরে। এর জেরে সেটিও জ্বলতে থাকে। প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডে ভরে গিয়েছিল ঘর। এর জেরেই অচৈতন্যহয়ে পড়েন তাঁরা। দম বন্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top