নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪পরগণা গোসাবা, ১ অক্টোবর,২০২০,
মেয়ে সন্তান, তার উপর কালো হওয়ায় তিন মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে নিজের খুন করলো মা। এই শতাব্দীতে যেখানে মেয়েরা এতটাই এগিয়ে সেখানে দাড়িয়ে এরকম লজ্জা জনক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪পরগণা গোসাবায়।
বুধবার ঘটনাটি ঘটেছে গোসাবা থানার মথুরাখন্ড গ্রামে। নিহতের নাম অমৃতা পাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দ্বিতীয় সন্তান মেয়ে হওয়ায় প্রথম থেকেই তাকে ঠিকমতো দেখাশোনা করতো না পূরবী পাত্র। গায়ের রঙ কালো এবং কন্যা সন্তান হওয়ায় ছোট মেয়ের উপর বরাবরি উদাসীন ছিল সে। ঐ দুধের শিশুকে মাঝে মধ্যেই মারধোর ও করতো পূরবী। আগে একবার পুড়িয়ে মারার চেষ্টা ও করেছে।
আরও পড়ুন…জাল নোট প্রতারণায় সল্টলেকে গ্রেফতার ২
পূরবীর স্বামী জিতেন পাত্র ও শাশুড়ি গীতা পাত্র এ নিয়ে বেশ কয়েকবার সাবধান ও করেছিল তাঁকে। বৃহস্পতিবার বাড়িতে কেউ না থাকার সুযোগে ছয় বছরের বড় মেয়ে অঙ্কিতার সামনেই ছোট মেয়েকে চাদর ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন পূরবী। এ বিষয়ে থানায় খবর দিলে পুলিশ এসে ঐ শিশুর মৃতদেহ উদ্ধার করে। গ্রেফতার করা হয় অভিযুক্ত মা কে। এ বিষয়ে স্ত্রীর বিরুদ্ধে গোসাবা থানায় অভিযোগ দায়ের করেন জিতেন। পুলিশ খুনের মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।