নিজস্ব সংবাদদাতা ২৪ নভেম্বর ২০২০: সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী হলেন এডিডিএ কর্মী। মৃত মায়ের নাম বৈশাখী মাজি। আবারও এমন নির্মম ঘটনাটি ঘটেছে আসনসোলে।
স্থানীয় সূত্রের খবর,আজ তার শ্বশুরবাড়িতে খাটে শায়িত অবস্থায় বৈশাখীর এক বছরের ছেলেকে এবং ঝুলন্ত অবস্থায় বৈশাখীকে উদ্ধার করা হয়। বৈশাখীর স্বামী ব্যাঙ্ক কর্মী। তিনি কাটোয়ায় থাকতেন। বাড়িতে শ্বশুর শাশুড়ীর সঙ্গে থাকতেন বৈশাখী ও তার সন্তান। আজ সকালে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় দরজা ভেঙে দেখা যায় দুজনেই মৃত অবস্থায় রয়েছে। কারণ হিসেবে বৈশাখীর শ্বশুর বাড়ি ও বাপের বাড়ির লোকেরা জানিয়েছে বৈশাখীর একমাত্র পুত্র শ্রবণ শক্তি হারিয়েছিল।
আরও পড়ুন…সর্টসার্কিট থেকে ভয়াবহ আগুন আবাসনে, ভস্মীভূত নতুন বাইকসহ একাধিক আসবাবপত্র
সেই হতাশা থেকেই নিজের ছেলেকে হত্যা করে আত্মঘাতী হয়েছেন বৈশাখী।