নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ৯ অক্টোবর, ২০২০: আবারও কন্যা সন্তানকে কুপিয়ে খুন।দেড় মাসের কন্যা সন্তানকে নিজে হাতে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। আবারো এমন নির্মম ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর এলাকার রঘুনাথপুরে। তবে ঠিক কি কারণে নিজের সন্তানকে কুপিয়ে খুন করেছে মা তা ক্ষতিতে দেখছে পুলিশ।
সূত্রের খবর ৫ বছর আগে স্থানীয় দফরপুরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি বিভাস মন্ডল এর সাথে বিয়ে হয়েছিল অভিযুক্ত চৈতালি মন্ডল এর সাথে। এর পরেই চৈতালি সন্তান প্রসব করতে তাঁর বাবার বাড়িতে চলে গিয়েছিল। সেখানে দেড় মাস আগে কন্যা সন্তানের জন্ম দিয়েছিল চৈতালি। তবে হঠাৎই শুক্রবার সকালে নিজের দেড় মাসের সন্তানকে বাড়ির বাথরুমে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে মা।মানসিক ভারসামহীন না পারিবারিরক বিবাদ, ঠিক কি কারণে এমন পদক্ষেপ নিলেন ওই অভিযুক্ত তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন…সোনারপুর প্ল্যাটফর্মে আরপিএফ নজরদারি
ঘটনায় অভিযুক্ত চৈতালিকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ।