নিজস্ব প্রতিবেদক, পূর্ব বর্ধমান : Motor Bike -এর ‘টুল বাক্স’ ভেঙে টাকা লুট করে নিয়ে পালানোর সময়ে পুলিশের হাতে ধরাপড়লো ভিন রাজ্যের দুই দাগী দুস্কৃতি।ধৃতদের নাম আউল সোম ও রাণা আউল প্রধান।
এদের মধ্যে আউলের বাড়ি ওড়িশার গঞ্জাম জেলার আসকা থানার ডোমকুনি সাহাপুর এলাকায় ।অপর ধৃত রাণার বাড়ি ওড়িশার জয়পুর জেলার কোরাই থানার পূর্বকোটে এলাকায় । মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশের ’নাকা’ চেকিংয়ে ধরা পড়ে যায় ওড়িশা রাজ্যের এই দুই কুখ্যাত দুস্কৃতি। তাঁদের কাছ থেকেই উদ্ধার হয় ছিনতাই হওয়া টাকা ।

থানায় পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদে ধৃতদের সম্পর্কে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। যা জেনে কার্যতই স্তম্ভিত জেলা পুলিশের কর্তারা ।জেলার খণ্ডঘোষের কৈয়ড় গ্রামের বাসিন্দা শৈলেন মুখোপাধ্যায় মঙ্গলবার দুপুরে রায়নার সেহেরাবাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে তিনি তাঁর মোটর বাইকের টুল বাক্সে রাখেন ।
আর ও পড়ুন ; ২১এর ভোটে হেরেও TMC-কে টেক্কা দিলো CP(I)M, কীভাবে?
এর পর তিনি ব্যাঙ্ক থেকে কিছুটা দূরে একটি দোকানের সামনে বাইকটি দাঁড় করিয়ে দোকানে ঢোকেন।ওই সময়ে কয়েক মুহুর্তের মধ্যে বাইকের টুলবাক্স ভেঙে টাকা নিয়ে দুই দুস্কৃতি তাঁদের নীল রঙের বাইকে চেপে দ্রুত পালিয়ে যায় ।এই ঘটনা দেখার পরেই ওই দোকানের সামনে থাকা লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করেন । এরপর পুলিশে খবর দিলে, পুলিশ ওই দুই দুস্কৃতিকে গ্রেপ্তার করার পাশাপাশি তাঁদের নম্বরবিহীন নতুন Motor Bike বাজেয়াপ্ত করেছে। শৈলেন মুখোপাধ্যায় জানিয়েছেন ,“এক মিনিটেরও কম সময়ের মধ্যে অপারেশন চালিয়ে দুস্কৃতিরা তাঁর বাইকের টুলবক্স ভেঙে ৭৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় ।পুলিশ দতৎপর হওয়াতেই দুস্কৃতিরা ওই টাকা সহ ধরা পড়েছে“।