
জয়া আহসানের চলচ্চিত্র ‘বিনিসুতোয়’ দিয়ে পর্দা উঠল কলকাতার প্রেক্ষাগৃহের। ২০ আগস্ট কলকাতার বিখ্যাত প্রেক্ষাগৃহ নন্দন-১ এ মুক্তি পেয়েছে ছবিটি (Movies)। কলকাতার মাত্র একটি প্রেক্ষাগৃহে এই সিনেমা মুক্তি নিয়ে আলোচনার শেষ নেই। এবার সেই প্রদর্শনী হল নিয়েই আলোচনার জন্ম দিয়েছেন সিনেমার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তিনি লিখেছেন, দুঃখিত।
আজ নন্দনে ঠিক পৌঁছেও আপনাদের সঙ্গে সেভাবে দেখা করতে পারলাম কই! কোভিড স্বাস্থ্যবিধির কারণে নন্দনে প্রবেশ নিয়ন্ত্রিত। কিন্তু গেটে দায়িত্বপ্রাপ্ত জনৈক মুখার্জি (আমি ওনার নাম জানি, তবে অযথা ওনাকে বিখ্যাত করব না তাই নাম নিলাম না) এই কাজের উপযুক্ত কি না জানি না; কিন্তু অতি অভদ্র তা দেখতেই পেলাম।
কী সব নিয়ম উল্লেখ করে, আমাদের কয়েকজনকে নন্দনে ঢুকতে দিলেন না, আর পুরোটাই উনি যাকে বলে পুলিশি রোয়াবেই বোঝালেন।কলকাতার নন্দন সিনেমা (Movies) হলে সিনেমাটির (Movies) বিশেষ প্রদর্শনীস্থলে ভক্তদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন অভিনেতা ঋত্বিক। কিন্তু তাকে নন্দনের প্রদর্শনী হলে ঢুকতেই দেওয়া হয়নি বলে নিজেই ফেসবুকে জানিয়েছেন ঋত্বিক। ‘অথচ আমাদেরই ছবি চলছে।
আর ও পড়ুন আজব ঘটনা (Strange fact), পাহাড় থেকে গড়িয়ে পড়ছে দুধ, আবার খনিক দূরে গিয়ে তা দুধে পরিণত হচ্ছে
আমরা দর্শকের সঙ্গে একটু কথাই বলতে গিয়েছিলাম। পরে একাডেমির সামনে ছিলাম, আপনাদের কারো সঙ্গে কথাও হলো। আশা রাখি উনি নিশ্চয়ই একদিন নন্দনের গেটে দাঁড়ানোর মতো ভদ্রতা শিখে নেবেন। ইতিমধ্যে আজ নন্দনে বিনিসুতোয় হাউজফুল ছিল।’ অতনু ঘোষের পরিচালনায় সিনেমাটিতে টালিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন জয়া আহসান।
অভিনয়ের পাশাপাশি এ সিনেমার একটি গানেও কন্ঠ দিয়েছেন জয়া আহসান। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষ, সমন্তক দ্যুতি মৈত্রসহ অনেকেই।
তবে ছবিটি একটি হলে মুক্তি দেয়া প্রসঙ্গে নির্মাতা জানান, ‘আসলে এখন এমন একটা সময়, যখন আমরা বড়পর্দা প্রায় ভুলতে বসেছি। গত বছর থেকেই মহামারী করোনার কারণে সিনেমা হলগুলো বন্ধ। এরপর আমরা ল্যাপটপ কিংবা মোবাইল স্ক্রিনে সিনেমা দেখতে অভ্যস্ত হয়ে গেলাম। এতো কিছুর পর আবার বড়পর্দাগুলো খুলতে শুরু করেছে, আমরা পর্যবেক্ষণ করতে চাই কী পরিমাণ দর্শক এখন সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে আসে! কিংবা আগের মতো দর্শক হলমুখি হয় কিনা!’