নিজস্ব সংবাদদাতা ৭ ডিসেম্বর ২০২০: আজ সোমবার ৭৭ বছর বয়সে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি। ২০১১ ও ২০১৬ সালে দু’বার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক হয়েছেন মৃগেন।
মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন (ইউনিফাইড)-এর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তা ছাড়া মেদিনীপুর পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত হন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মৃগেন। গত ১ ডিসেম্বর তাঁকে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি করান। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।মেদিনীপুরের সভা থেকেই মৃগেনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, ”মৃগেনদা খুব অসুস্থ। তার মত নেতা আর তৈরি হবে কিনা সন্দেহ। তিনি যে ভাবে সারাজীবন মানুষের জন্য কাজ করেছেন, তা ভোলার নয়।” সভ শেষ হতেই তাঁর মৃত্যুর খবর আসে। সঙ্গে সঙ্গেই সভাস্থল থেকে সরাসরি মৃগেনের বাড়িতে যান তৃণমূল নেত্রী।বাড়িতে গিয়ে শোকজ্ঞাপন করে পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে আসেন।তাঁর মরদেহ কলকাতা থেকে নিয়ে আসার জন্য ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
আরও পড়ুন…প্রয়াত মনু মুখোপাধ্যায়, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
পরিবারের সদস্যদের কলকাতায় পাঠানোর ব্যবস্থাও করে দেন মুখ্যমন্ত্রী।