আদিপুরুষের ‘পুরো টিমকে পু়ড়িয়ে ফেলা উচিত’, বিস্ফোরক ‘শক্তিমান’ মুকেশ। আদিপুরুষের নিয়ে কম জল্পনা হচ্ছে না সোশ্যাল মিডিয়ায়। একের পর এক প্রসঙ্গ টেনে কটাক্ষের শিকার হচ্ছে ছবি। রামায়ণের গল্পে অমিল থেকে শুরু করে সংলাপে বিভ্রান্তি, বিতর্কের তালিকা থেকে যেন বাদ পড়ছে না কিছুই। কিছুতেই যেন এই ছবি মেনে নিতে পারছেন না দর্শকেরা। না, কেবল দর্শকই নয়, ছবি নিয়ে বিভিন্ন মহলে তর্জা তুঙ্গে। প্রভাস-কৃতি শ্যানন অভিনীত ছবি আদিপুরুষ এখন সকলের প্রায় সার্ভে লেন্সে। অভিনেতাকে তুলোধনা করছে নেটপাড়া। ছাড় পাচ্ছেন না ছবির পরিচালক থেকে শুরু করে চিত্রনাট্যকার। ছবির প্রথমাংশেই দেখান হয়, রাবণকে অমরত্বলাভের বর দিচ্ছেন প্রজাপতী ব্রহ্মা। কিন্তু রামায়ণ অনুযায়ী রাবণকে বর দিয়েছিলেন শিব। শুরুতেই এই ভুল দৃশ্যায়ণ চোখে পড়েছে অনেকের।
রামায়ণকে পুরো মজার জায়গা নিয়ে গিয়েছে বলে দাবি করেন অভিনেতা। মেজাজ হারিয়ে স্পষ্ট মন্তব্য করেন ৫০ ডিগ্রিতে এই গোটা টিমকে পুড়িয়ে ফেলা উচিৎ। অন্যদিকে ছবির নির্মাতা টিম এখন ব্যস্ত হয়ে পড়েছে ছবির বিতর্কিত সংলাপগুলো পাল্টাতে। তা পাল্টে ফেলে চলতি সপ্তাহেই নতুন ডাবিং-এ ছবি মুক্তির প্রতিশ্রুতিও দিয়েছিলেন তাঁরা। তবে আদিপুরুষ রামায়ণ নয়, বারবার এই মন্তব্য করার পরও ছবির অভিনয়, ছবির মেকিং নিয়ে প্রশ্ন তুলতে পিছপা হচ্ছে না কেউ। সইফ আলি খানের অভিনয়ও যথেষ্ট সমালোচিত এই ছবির ক্ষেত্রে। সব মিলিয়ে প্রথম সপ্তাহতেই ছবি নিয়ে চিন্তায় নির্মাতারা।
আরও পড়ুন – পর পর ফ্লপ! ৫ ফ্লপের পর কটাক্ষ নিয়ে মুখ খুললেন অক্ষয়,
এমন কি অভিনেতা মুকেশ খান্নারও তা নজরে আসে। সকলের প্রিয় শক্তিমান তাই এবার গর্জে উঠলেন আদিপুরুষ প্রসঙ্গে। ভাবাবেগে আঘাত দিয়ে এমন গল্প বলা কি খুব প্রয়োজন ছিল, আর পাঁচজনের মতো এই প্রশ্ন করলেন তিনিও। বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, ‘শিবজি রাবণকে আশীর্বাদ করেছিলেন, যাঁদের এটুকু জ্ঞান নেই, তাঁরা এত বড় কথা বলছে? এটা জঘন্য। এদের ক্ষমা করা উচিত নয়। গতকাল আমি আমার চ্যানেলে বলেছি, এদের ৫০ ডিগ্রি তাপমাত্রায় দাঁড় করিয়ে পুড়িয়ে ফেলা উচিৎ।’