Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
পুর নিয়োগ দুর্নীতিতে কান্ডের মধ্যে এবার বারাসাত পুরসভার কাছে

পুর নিয়োগ দুর্নীতিতে কান্ডের মধ্যে এবার বারাসাত পুরসভার কাছে নিয়োগের তালিকা চাইল সিবিআই

পুর নিয়োগ দুর্নীতিতে কান্ডের মধ্যে এবার বারাসাত পুরসভার কাছে নিয়োগের তালিকা চাইল সিবিআই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পাসপোর্ট জালিয়াতিতে এবার সক্রিয় সিবিআই

পুর নিয়োগ দুর্নীতিতে কান্ডের মধ্যে এবার সিবিআইয়ের নজরে বারাসাত পুরসভায়। পুরসভাকে মেইল করে উপ পুরপ্রধানদের নামের তালিকা তলব সিবিআইয়ের।  ২০১২ থেকে ২০২৩ পর্যন্ত উপ পুরপ্রধানদের নামের তালিকা চাইল সিবিআই। এর আগে ব্যারাকপুর পুরসভাতেও নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছিল।

আরও পড়ুনঃ পুজো উদ্বোধনের জন্য ঝটিকা সফরে আসছেন অমিত শাহ

বেশ কয়েকদিন ধরে রাজ্য জুড়ে পুরসভা নিয়োগ দুর্নীতি কান্ডে ততপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের বিভিন্ন পুরসভায় গত কয়েকবছরে কীভাবে নিয়োগ হয়েছে, কতজনকে নিয়োগ করা হয়েছে, সেই সব তথ্য জানতে একাধিক পুরসভার কাছে জানতে চাওয়া হয়েছে তথ্য। এর মাঝেই এবার বারাসাত পুরসভার উপ প্রধানদের নামের তালিকা চেয়ে পাঠাল সিবিআই (CBI)। নামের তালিকা, মোবাইল নম্বর থেকে যাবতীয় সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। কী কারণে এই নামের তালিকা চাওয়া হয়েছে, তা নিয়ে অবশ্য কোনও তথ্য সামনে আসেনি।

 

সম্প্রতি, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ-সহ (Food Minister Rathin Ghosh) একাধিক পুরসভায় কিছুদিন আগেই তল্লাশি চালায় সিবিআই। পুর নিয়োগ দুর্নীতিতে কামারহাটি, পানিহাটি, বরানগর, টিটাগড়, কাঁচরাপাড়া এবং হালিশহর পুরসভার নাম জুড়ে যায়। তারপর ব্যারাকপুর পুরসভায় (Barackpore Municipality) নোটিস পাঠিয়ে ২০১২ সাল থেকে কারা উপপ্রধান ছিলেন, তা জানতে চায় সিবিআই।

 

প্রসঙ্গত, ইডি সূত্রে কিছুদিন আগেই দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত তারা দেড় হাজারের বেশি নাম পেয়েছে। যাঁরা অবৈধভাবে পুরসভায় চাকরি পেয়েছেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে, ১৯ মার্চ ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকেও গ্রেফতার করে ইডি।

 

অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোনের সল্টলেকের অফিস থেকে, পুরসভায় নিয়োগ সংক্রান্ত প্রচুর নথিও উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তখনই সামনে আসে পুরসভায় নিয়োগ দুর্নীতির ঘটনা। স্কুলে নিয়োগ দুর্নীতির পাশাপাশি, পুর নিয়োগ দুর্নীতিরও তদন্ত চালাচ্ছে ইডি ও সিবিআই। ইতিমধ্যে একাধিক পুরসভায় তল্লাশি চালিয়েছে সিবিআই।

 

অয়ন শীলের অফিসকে আদালতে ডেটা মাইন বা তথ্যের খনি বলে উল্লেখ করেছে ইডি। তাঁর অফিস থেকে যে চাকরিপ্রার্থীদের নোর তালিকা পাওয়া গেছিল, তার সঙ্গে এই দেড় হাজারের বেশি তালিকার নাম মিলিয়ে দেখা হবে বলে ইডি সূত্রে খবর। আগামী দিনে তাঁদের তলব করা হবে।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top