পর্দায় ফিরছে ‘মুন্নাভাই ৩’, কবে থেকে শুরু শুটিং?

পর্দায় ফিরছে ‘মুন্নাভাই ৩’, কবে থেকে শুরু শুটিং?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পর্দায় ফিরছে 'মুন্নাভাই ৩', কবে থেকে শুরু শুটিং?

বলিউডের অন্যতম সফল ছবিগুলির মদ্ধ্যেে একটা মুন্নাভাই। আর এবার সেই মুন্নাভাই ফ্র্যানচাইজির তিন নম্বর ছবি ‘মুন্নাভাই-৩’ পর্দায় ফিরতে চলেছে। তবে নয়া পার্টের মুক্তি নিয়ে বেশ দন্দ্ব ছিল। কবে মুক্তি পাবে তা নিয়ে জল্পনা চলছেই। এরইমধ্য়ে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিও। যেখানে সঞ্জয় দত্তকে কমলা রঙা শার্ট পরে পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে শ্যুটিং সেটে দেখা যাচ্ছে। রয়েছেন আরশাদ ওয়ারসিও।আর এই পরই অনুরাগীদের প্রশ্ন তাহলে কি শীঘ্রই মুক্তি পাবে ‘মুন্নাভাই-৩’। (Munnabhai 3)

আরও পড়ুনঃ আধার নয়, এবার থেকে যেখনো কাজে বাধ্যতামূলক জন্ম শংস্থাপত্র

উল্লেখ্য়, সম্প্রতি আরশাদ একটি সাক্ষাত্‍কারে বলেছিলেন, “আমাদের একজন পরিচালক আছেন যিনি ‘মুন্নাভাই-৩’ তৈরি করতে চান, একজন প্রযোজকও এই ছবি তৈরি করতে চান, দর্শকও তৈরি এই ছবি দেখতে প্রস্তুত,অভিনেতারাও অভিনয় করতে প্রস্তুত, তবুও ছবিটি হচ্ছে না।’

 

শোনাযাচ্ছে, এখনও এই ছবির স্ক্রিপ্টের ওপর কাজ করছেন রাজকুমার হিরানি। স্ক্রিপ্ট ফাইনাল হয়ে গেলেই ছবির শ্য়ুটিং শুরু করবেন পরিচালক।অন্য়দিকে, ‘মুন্নাভাই’ জুটি সঞ্জয় দত্ত ও আর্শদ ওয়ারসিকে দেখা যাবে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির নাম ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ (Welcome To The Jungle)-এ।২০২৪ সালের বড়দিনের মরশুমে প্রেক্ষাগৃহে হাজির হতে চলেছে এই ছবি।

 

প্রসঙ্গত, কিছুদিন আগে নিজের জন্মদিনে পরিচালক পুরী জগন্নাথের ব্লকবাস্টার ‘ইস্মার্ট শঙ্কর’-র সিক্যুয়েল , ‘ডবল ইস্মার্ট’ ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছিলেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)।ফার্স্ট লুকে কানে দুল, হাতে আংটি, ভ্রু-র পাশে ট্যাটু, দামী ঘড়ি, চুরুট ধরিয়ে বোল্ড লুকিয়ে অন্যদিকে তাঁকিয়ে সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত জানিয়েছেন, তিনি এই ছবিতে কাজ করতে পেরে গর্বিত। শুধুই বছর পেরোনোর অপেক্ষা। পরের বছর ২০২৪ সালে মহাশিবরাত্রিতে হিন্দি, তেলেগু, তামিল-সহ একাধিক ভাষায় মুক্তি পাবে। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন খোদ সঞ্জয় দত্ত।

 

প্রসঙ্গত, সাফল্য ও জনপ্রিয়তার নিরিখে গত কয়েক বছর ধরেই বলিউডের সঙ্গে সমানে সমানে ময়দানে দক্ষিণী বিনোদন দুনিয়া।দক্ষিণী ইন্ডাস্ট্রির দিকে যুক্ত হচ্ছেন বলিউডের অনেকেই। সইফ আলি খান থেকে শুরু করে শাহরুখ খান, দক্ষিণী পরিচালকদের সঙ্গে জুটি বেঁধে প্যান ইন্ডিয়ান ছবিতে কাজ করেছেন বলিউড অভিনেতারা। এই তালিকায় যুক্ত হলেন সঞ্জয় দত্তও। দক্ষিণী তারকা বিজয়ের সঙ্গে লিও ছবিতে কাজ করেছেন সঞ্জয় দত্ত। এই ছবির মাধ্যমেই তামিল ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তিনি। ছবিতে খলনায়কের চরিত্রে অভিনেতা।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top