চারবারের বিধায়ক পুত্র কি এবার সক্রিয় রাজনীতিতে ? মুর্শিদাবাদ (Murshidabad) জুড়ে তুঙ্গে জল্পনা

চারবারের বিধায়ক পুত্র কি এবার সক্রিয় রাজনীতিতে ? মুর্শিদাবাদ (Murshidabad) জুড়ে তুঙ্গে জল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Murshidabad

 

Murshiচারবারের বিধায়ক পুত্র কি এবার সক্রিয় রাজনীতিতে ? মুর্শিদাবাদ (Murshidabad) জুড়ে তুঙ্গে জল্পনাdabad
ছবি সংগ্রহে সাইন টিভি

 

রাজনীতি মূল স্রোতে কি ফের চার বারের প্রাক্তন বিধায়ক পুত্র কে দেখতে চলেছে মুর্শিদাবাদের (Murshidabad) সুতীর বাসিন্দারা।জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি সাংসদ খলিলুর রহমান কে শুভেচ্ছা বিনিময়ের ফুলের তোড়া তুলে দেওয়া ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার হয়েছে।এর পরেই সুতি ২ ব্লক জুড়ে গুঞ্জন সুরু হয়েছে আবারও মূল স্রোতে কী তিনি?

 

দক্ষ সংগঠক তথা প্রাক্তন বিধায়ক শিশ মহাম্মাদ পুত্র মাসুদ রানা। তাকে কি যোগ্য সন্মান দিয়ে দলের সুতি ২ এর ব্যাটন তুলে দেবে জঙ্গিপুর জেলা সভাপতি খলিলুর রহামান তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তৃণমূল দল কে মুর্শিদাবাদে (Murshidabad) শক্তিশালি করতে দল গঠনের সময় থেকে চেষ্টা করে গিয়েছেন মৃত প্রাক্তন বিধায়ক শিশ সাহেব। ছেলে মাসুদ রানা ও দলের কাজে সেই সময় থেকে জড়িত ছিলেন।দীর্ঘদিন মাসুদ রানা সুতি ২ ব্লকের তৃনমুল সভাপতি হিসাবে দলের সংগঠন কে বৃদ্ধি করেন।

 

কংগ্রেসের দূর্গে ভেদ করে অসাধ্য সাধন করে তৃনমুল সংগঠন কে মজবুত করেন। ২০১২ সালের শেষের দিকে দল যখন শক্ত পোক্ত তখনি সুতির কংগ্রেস বিধায়ক ইমানি বিশ্বাস তৃনমুল যোগদান করেন। তার পরে কৌশলে দলের পদ থেকে বাদ দেওয়া হয় মাসুদ বাবু কে। তার পরে ও দলের কাজ করে গিয়েছেন। এক সময় গুরুত্ব না দেওয়ার জেরে একবার অবসর নিয়ে নেন।

 

এর পরে লোকসভা নির্বাচনের সময়ে সাংসদ খলিলুর রহামানের হয়ে ভোট প্রচার করেন। মুর্শিদাবাদ জেলা তৃনমুলের সাংগঠনিক শক্তি বাড়াতে জঙ্গিপুর (Murshidabad) সাংগঠনিক জেলার সভাপতি,সাংসদ খলিলুর রহামান হওয়ার পরে ফের সুতি জুড়ে গুঞ্জন সুরু হয়েছে মাসুদ রানা কে নিয়ে। মাসুদ রানা কি তাহলে ফের তৃনমুল দলের সুতির ব্যাটন হাতে পাবেন না দলের গঠিন সময়ে সংগঠন করে দিয়ে যাওয়া মানুষটি কে? কি দলের মুল স্রোতে ফেরাবে নয়া জেলা সভাপতি তা নিয়ে সুতি জুড়ে গুঞ্জন।

 

যদিও মাসুদ রানা বলেন খলিলুর রহামান সাংসদ তিনি আমার কাছের লোক। তৃনমুলের একজন কর্মী হিসাবে খলিলুর সাহেব ফুলের তোড়া দিয়েছে। তবে গুঞ্জনের কোন রকম ভিত্তি নেই। কে কি ভাইরাল করলো তা জানিনা। জঙ্গিপুর জেলা তৃনমুল নেতাদের একাংশের দাবী পুরোনো বসে থাকা নেতাদের তুলে দলের মুল স্রোতে ফেরাতে সংগঠন কে আরো মজবুত করতে সকলকে নিয়ে আমরা কাজ করবো।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top