মুর্শিদাবাদে উদ্ধার প্লাস্টিকের জার ভর্তি প্রচুর তাজা বোমা , সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। বড়ঞা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু মুখার্জি গোপন সূত্রে বোমা মজুতের খবর পেয়েছিলেন জানা যায়। তারপরই থানার একটি বিশাল পুলিশ বাহিনী নিয়ে হানা দেন সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায়। তার আগে রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার তাজা বোমা উদ্ধারের ঘটনায় শোরগোল চলছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরবন পুলিশ জেলায় প্রচুর তাজা বোমা উদ্ধারের (Bombs Recovered) ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। ওইদিন সন্ধ্যায় ঢোলাহাট থানার আবাদভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভগবানপুরের কাছে ফাঁকা মাঠে প্লাস্টিকের ড্রাম ভর্তি অবস্থায় বোমাগুলি পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। ঘটনাস্থল থেকে ১৮টি তাজা বোমা উদ্ধার করেঠছিল পুলিশ। এবার মুর্শিদাবাদ। শুক্রবার রাতে বোমা উদ্ধার হল মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞা থানার অন্তর্গত সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকার মৌরাক্ষী নদীর বাঁধের কাছে থেকে। এ ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাপানউতর শুরু হয়েছে।
শাসকদলকে কাঠগড়ায় তুলে কংগ্রেস নেতা আজাদ মল্লিক বলেন, “সামনে পঞ্চায়েত ভোট। তার আগে তৃণমূল সন্ত্রাস তৈরির জন্য প্রস্তুতি শুরু করছে। এ তারই ছবি।” পাল্টা তৃণমূল নেতা মাহে আলম বলেন, “পুলিশ তদন্ত করছে। যা হয়েছে খতিয়ে দেখছে। বিরোধীদের কাজই এখন তৃণমূলের বদনাম করা।” প্রসঙ্গত এদিনই আবার বড়সড় বোমা বিস্ফোরণ হয়ে গেল বীরভূমে (Birbhum)। পাড়ুই থানা এলাকার ভেরামারি গ্রামে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে মজুত থাকা বোমা থেকেই বিস্ফোরণ হয়েছে বলে খবর।
আরও পড়ুন – বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক,জরুরি কাজ সেরে নিন সোমবারের মধ্যে
এদিন বড়ঞা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু মুখার্জি গোপন সূত্রে বোমা মজুতের খবর পেয়েছিলেন জানা যায়। তারপরই থানার একটি বিশাল পুলিশ বাহিনী নিয়ে হানা দেন সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকার মৌরাক্ষী নদীর বাঁধের কাছে। সেখানেই দেখা যায় প্লাস্টিকের বালতির মধ্যে রাখা রয়েছে প্রচুর তাজা বোমা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। কোথা থেকে কে বা কারা বোমাগুলি মজুত করেছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ। ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলার পুলিশের বোম ডিসপোজাল স্কোয়ার্ডকে খবর দেয় হয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। এদিকে এ ঘটনায় ইতিমধ্যেই তৃণমূলকে কাঠগড়ায় তুলে তোপ দাগতে শুরু করেছে বিরোধীরা।
(সব খবর,, ঠিক খবর,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং youtube )