ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সাগরদিঘিতে উপনির্বাচনের আগে ওসি বদলের নির্দেশ

ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সাগরদিঘিতে উপনির্বাচনের আগে ওসি বদলের নির্দেশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সাগরদিঘিতে উপনির্বাচনের আগে ওসি বদলের নির্দেশ , ওসি বদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন, শুক্রবার রাজ্যকে এই মর্মে চিঠি পাঠিয়েছে তারা। তাতে জানানো হয়েছে, সাগরদিঘি থানার অফিসার ইন-চার্জ বিশ্বজিৎ সরকারকে দ্রুত সরাতে হবে। আপাতত তিনি থাকবেন পুলিশ হেড কোয়ার্টারে। ওই জায়গায় জেলার বাইরের নতুন কোনও অফিসারকে নিয়োগ করতে হবে। যদিও এই নির্দেশের পিছনে সুনির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করেনি কমিশন। সাগরদিঘিতে উপনির্বাচনের আগে ওসি বদলের নির্দেশ দেওয়া হল রাজ্যকে।

 

 

 

উল্লেখ্য, তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর পর সাগরদিঘি আসনটি খালি হয়। ওই আসনে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাগরদিঘি থেকে জিতেছিলেন সুব্রত সাহা। তৃণমূলের এই প্রার্থী সেখান থেকে জিতে রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের টানা তিন বারের বিধায়ক ছিলেন সুব্রত সাহা। ২০১১ সালে তিনিই ছিলেন মুর্শিদাবাদ জেলার এক মাত্র তৃণমূল বিধায়ক। এর পর ২০১৬ এবং ২০২১ সালেও জিতেছিলেন। বিজেপির টিকিটে প্রার্থী দিলীপ সাহা। তাঁর ফাঁকা আসনেই এবার হতে চলেছে নির্বাচন। আগামী ২৭ ফেব্রুয়ারি সেখানে ভোট নেওয়া হয়েছে। ভোটগণনা আগামী ২ মার্চ। আগামী ২৭ তারিখ রয়েছে সাগারদিঘি বিধানসভার উপনির্বাচন। তার আগে শুক্রবার দিল্লি থেকে জাতীয় নির্বাচন কমিশন এই নির্দেশ পাঠানোয় তা নিয়ে শোরগোল শুরু হয়েছে প্রশাসনিক মহলেও।

 

 

মোট ২৪৬টি বুথ রয়েছে মুর্শিদাবাদের সাগরগিঘিতে। কমিশন জানিয়েছে, ভোট অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য সমস্ত বুথে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। এই ভোটের জন্য সাধারণ পর্যবেক্ষক হিসেবে আইএএস অফিসার ই রবীন্দ্রনকে দায়িত্ব দিয়েছে কমিশন। শীঘ্রই তাঁর রাজ্যে আসার কথা। এ ছড়া পুলিশ পর্যবেক্ষক হিসাবে ওমপ্রকাশ ত্রিপাঠীকে নিয়োগ করেছে কমিশন। এ ছাড়া আরও অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।

 

আরও পড়ুন –  প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

 

সাগরদিঘি উপনির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে। বিজেপি এবং বাম-কংগ্রেস জোট দাবি করছে, বাইরে থেকে বহিরাগতদের এনে আশ্রয় দেওয়া হচ্ছে। ভোটের সময় অশান্তি পাকাতে পারে শাসক দল। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের দাবি, প্রচারে বেরিয়ে মানুষের জনসমর্থন আদায় করতে না পারায় এমন অভিযোগ করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top