বেহালায় প্রথম বর্ষের ছাত্রের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি প্রেমের ফাঁদ  

বেহালায় প্রথম বর্ষের ছাত্রের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি প্রেমের ফাঁদ  

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বেহালা কলেজের প্রথম বর্ষের ছাত্রের রহস্য জনক মৃত্যুকে ঘিরে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্র নগর। ১৯ বছরের মৃত জয় দত্তের পরিবারের দাবি, তাদের ছেলেকে খুন করা হয়েছে। এবং রবীন্দ্র নগর থানার পুলিশ যতক্ষণ না দোষীকে গ্রেফতার করবে ততক্ষণ তারা থানার সামনে বসে বিক্ষোভ দেখাবেন।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, কেবলমাত্র সন্দেহের বশে কাউকে গ্রেফতার করা যাবে না। সম্পূর্ণ ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।সুত্রের খবর, মা বাবা হারা জয় দত্ত জন্ম থেকেই মামা বাড়িতে থাকতেন। গত মঙ্গলবার সকালে বাঙ্কে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরলেও সন্ধ্যে হয়ে গেলেও বাড়ি না ফিরলে পরিবারের সকলে বন্ধু-বান্ধবদেরকে ফোনে যোগাযোগ করেও জয়ের কোন হদিস পায় না।

সেই সময় আচমকাই জয়ের এক বান্ধবী বাড়ির লোককে ফোন করে গঙ্গার পাড়ে খোঁজ করার কথা বলে। সেই মতই গঙ্গার ধার থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয় জয়ের। তারপরে জয় কে স্থানীয় গার্ডেনরিচ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন… জলের ট্যাঙ্কি থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য সাগরদীঘিতে

বাড়ির লোকজন ওই বান্ধবীর নাম্বার দিয়েই অভিযোগ দায়ের করেছে। পরিজনদের দাবি ওই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করা হলেই সঠিক তথ্য জানা যাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top