পরীমনি হাতের তালুতে লেখার রহস্য ( Mystery ) উন্মোচন করলেন

পরীমনি হাতের তালুতে লেখার রহস্য ( Mystery ) উন্মোচন করলেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Mystery
পরীমনি হাতের তালুতে লেখার রহস্য ( Mystery ) উন্মোচন করলেন
ছবি সংগ্রহে সাইন টিভি

 

দীর্ঘ ২৭ দিন পর জামিনে কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরীমণি ( Mystery ) । মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ছাড়া পান।

 

পরীমনির ( Mystery ) মুক্তির অপেক্ষায় সকাল থেকেই কাশিমপুর মহিলা কারাগারের সামনে জড়ো জন উৎসুক জনতা ও সাংবাদিকরা। তবে সেখানের গাড়ির সান রুফ উঠিয়ে ভক্তদের সঙ্গে সেলফি এবং সবার উদ্দেশে হাত নাড়লেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি।

 

সবার উদ্দেশ্যে হাত নাড়ানোর সময় পরীমনির ( Mystery ) হাতে মেহেদীর রঙে ‘ডোন্ট লাভ (তিনটি হৃদয়সূচক চিহ্ন)  মি বিচ’ লেখা ছিল যা নিয়ে দিনব্যাপী সামাজিক মাধ্যমে আলোচনা হয়।

 

তবে সেই লেখার কারণ নিজেই জানিয়েছেন পরীমনি। তিনি গণমাধ্যমকে জানান, এটা তিনি ‘বিচ’দের উদ্দেশ্যেই বলেছেন। পরীমনি বলেন, যারা বিচ তাদের উদ্দেশ্যে এমন কথা বলেছি।

 

আর ও  পড়ুন    যে বিষয়গুলি সবচেয়ে বেশি সার্চ হয় গুগলে ( Google )

 

লেখাটা পড়ে যাদের মনে হবে, আল্লাহ, আমাকে নিয়ে এটা লিখল—তাদের উদ্দেশ্যেই এই লেখা।   এই লেখা কাদের উদ্দেশ্যে জানতে চাইলে তিনি বলেন বলেন, “বিচদের (হাসি)। দুমুখো সাপ যারা আছে, অন্তরের মধ্যে জ্বলুনি, মুখে মুখে ‘আই লাভ ইউ’, তাদেরকে।

 

তোমাদের ভালোবাসার দরকার নাই।”  তাদেরকে চেনেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ। ডেফিনেটলি। ডেফিনেটলি। তারা আমার জন্য কী করেছে…। ভাই, বিপদে যেদিন পড়বেন, সেদিন বুঝবেন। …আমি না বুঝিই নাই। কী রে ভাই, যাদেরকে নিয়ে গলায় গলায় খাতির, এক প্লেটে খাওয়া…কই তারা?”  পরীমনি বলেন, “তারা আছে তো। এই যে চলে এসেছি না? এখন আবার ‘ওয়েলকাম ওয়েলকাম’ বলছে।”

 

গত ৪ আগস্ট রাজধানীর বনানীর নিজ বাড়ি থেকে পরীমণিকে আটক করা হয়। সেসময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের দাবি করে র‌্যাব। তার বিরুদ্ধে একটা মাদক মামলাও দায়ের করা হয়। কিন্তু এসবের বাইরেই বেশি চর্চা হয় পরীমণিকে নিয়ে।

 

গুজব খবর আকারে একের পর এক তার প্রেমিকদের নাম আসতে থাকে স্যোশাল মিডিয়ায়। সেলিব্রেটি, রাজনীতিক, শিল্পপতি, আইনশৃঙ্খল বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সাংবাদিকদের নাম জড়িয়েও তার প্রেমিক বানানো হয়। যেন প্রেমের এক বাগান খুলে বসেছেন পরীমণি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top