পঞ্চায়েত ভোট আসন্ন।কাজের প্রচারে পৃথক পোর্টাল, অ্যাপ করার নির্দেশ।প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পাল্টা গ্রামীণ রাস্তা তৈরিতে জোর রাজ্যের। তার আগে গ্রামীণ এলাকার উন্নয়নে জোর দিল রাজ্য সরকার। গ্রামীণ রাস্তা তৈরিতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করল রাজ্য। শুধু টাকা বরাদ্দ করেই ক্ষান্ত নয়, আগামী মাস থেকেই রাস্তা তৈরির কাজ শুরু করার নির্দেশ দিয়েছে নবান্ন এবং এই কাজের কথা জোরকদমে প্রচার করার বার্তা দেওয়া হয়েছে। বাড়ি-বাড়ি ঘুরে, মাইকিং করে প্রচারের পাশাপাশি পঞ্চায়েত দফতর থেকে পৃথক পোর্টাল এবং অ্যাপ তৈরির কথাও বলা হয়েছে নবান্নের তরফে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পাল্টা হিসাবেই যে গ্রামীণ রাস্তা তৈরিতে রাজ্যের এই উদ্যোগ, তা বলা বাহুল্য।
রাজ্যের টাকায় যে গ্রামীণ রাস্তা তৈরির করা হচ্ছে, সেটা স্থানীয়ভাবে ফ্লেক্স বা হোর্ডিং দিয়ে প্রচার করার ব্যাপারেও জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। যাতে এলাকার মানুষের কাছে বার্তা পৌঁছবে, রাজ্য সরকার নিজের টাকায় এই রাস্তা তৈরি করছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা নির্মাণের গাইড লাইনে লোগো সহ যেমন প্রচার করা হয়, এখানে একইভাবে রাজ্য সরকারের টাকায় রাস্তাগুলি তৈরি হচ্ছে বলে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মাইকিং করে বাড়ি বাড়ি প্রচারের উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি পঞ্চায়েত দফতর থেকে পৃথক পোর্টাল এবং অ্যাপ তৈরি করেও রাস্তা তৈরির প্রচারের কথা বলা হয়েছে।
আরও পড়ুন – মাঝরাতে বেহালা চৌরাস্তার কাছে একটি গাড়ি থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার মাদক।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, সাড়ে ১০ হাজার কিলোমিটারের বেশি গ্রামীণ রাস্তা তৈরিতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। আগামী মাসেই শুরু হবে এই নতুন রাস্তা তৈরির কাজ। আর এবার যে রাজ্যের টাকায় রাস্তা তৈরির কাজ হবে, তা গ্রামের মানুষের কাছে তুলে ধরতে তৎপর নবান্ন। এবিষয়ে প্রচার করতে সমস্ত জেলশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তা তৈরির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওরে স্পষ্টভাবে একথা উল্লেখ করা হয়েছে।
জানা গিয়েছে, আগামী ১৮ মার্চের মধ্যে সাড়ে ১০ হাজার কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় ‘ওয়ার্ক অর্ডার’ দিতে হবে বলে নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। কাজ শুরুর প্রথম ধাপ থেকে কাজের যাবতীয় খতিয়ান প্রচার করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণের কাছে প্রচারের স্বার্থে রাস্তা তৈরির কাজ শুরুর প্রাক্কালে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানের আয়োজন করার কথা বলা হয়েছে।