পুজোর মরশুমে হেল্পলাইন চালু করল নবান্ন

পুজোর আগে ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে আজ জরুরি ভিত্তিতে নবান্নে বৈঠক

দোড়গোড়ায় বাঙ্গালীর শ্রেষ্ট। আর এক মাসও বাকি নেই বাঙালির শ্রেষ্ঠ উত্‍সব দুর্গাপুজোর। আর এই মরশুম চলবে আগামী একমাস। জগ্ধদাত্রী পুজো দিয়ে শেষ পুজোর উৎসব। কিন্তু শারদোত্‍সবের পর দীপাবলি এবং কালীপুজোর সঙ্গেই হবে আরও নানাবিধ উত্‍সব। তাই উত্‍সবের মরসুমে আইনশৃঙ্খলার পরিবেশ সুষ্ঠু রাখতে একাধিক পদক্ষেপ করার কাজ শুরু করেছে নবান্ন। সেই পর্যায়ে পুজো-সহ নানা উত্‍সবের সময় সাধারণ মানুষের সাহায্যের জন্য চালু করা হবে একটি হেল্পলাইন নম্বর।

আরও পড়ুনঃ প্রেমিকা শ্বেতার জন্মদিনে আবেগঘন পোস্ট অভিনেতা রুবেলের

প্রশাসন সূত্রে খবর, নবান্নেই খোলা হবে এই কন্ট্রোলরুমটি। সেখান থেকেই হেল্পলাইন নম্বরটি চালু করা হবে আমজনতার জন্য। নবান্নে থাকা বিপর্যয় মোকাবিলা দফতরের জরুরি অপারেশন সেন্টারে এই কন্ট্রোল রুমটি খোলা হবে। দেবীপক্ষেই এই হেল্পলাইন নম্বরটি চালু হতে পারে।

 

০৩৩-২২১৪-৩৫২৬ নম্বরটি নবান্ন থেকে চালু হবে মহালয়ার পরেই। নবান্ন সূত্রে খবর, ১৮ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে চালু করা হবে এই কন্ট্রোল রুমটি। লক্ষ্মীপুজোর পর দিন ২৯ অক্টোবর পর্যন্ত চালু থাকবে এই হেল্পলাইন। তার পর সাময়িক বন্ধ থাকবে কন্ট্রোলরুম। কালীপুজো, দীপাবলি উত্‍সব এবং ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে ১২-১৬ নভেম্বর আবারও চালু করা হবে এই হেল্পলাইন নম্বরটি। তার পর আবার ছটপুজো উপলক্ষে ১৮-১৯ নভেম্বর সক্রিয় থাকবে নবান্নের কন্ট্রোলরুম। থেকে চালু হবে মহালয়ার পরেই। নবান্ন সূত্রে খবর, ১৮ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে চালু করা হবে এই কন্ট্রোল রুমটি। লক্ষ্মীপুজোর পর দিন ২৯ অক্টোবর পর্যন্ত চালু থাকবে এই হেল্পলাইন। তার পর সাময়িক বন্ধ থাকবে কন্ট্রোলরুম। কালীপুজো, দীপাবলি উত্‍সব এবং ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে ১২-১৬ নভেম্বর আবারও চালু করা হবে এই হেল্পলাইন নম্বরটি। তার পর আবার ছটপুজো উপলক্ষে ১৮-১৯ নভেম্বর সক্রিয় থাকবে নবান্নের কন্ট্রোলরুম।

 

ছটপুজো মিটে গেলে বন্ধ করা হবে এই কন্ট্রোলরুম। উত্‍সবের সময় এই কন্ট্রোলরুমের দায়িত্বে থাকবেন বেশ কয়েক জন ডব্লিউবিসিএস আধিকারিক। পশ্চিমবঙ্গের কোনও জায়গা থেকে কোনও সমস্যার কথা কন্ট্রোলরুমে জানানো হলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে নবান্নের আধিকারিকদের সজাগ থাকতে বলা হয়েছে। ছটপুজো মিটে গেলে বন্ধ করা হবে এই কন্ট্রোলরুম। উত্‍সবের সময় এই কন্ট্রোলরুমের দায়িত্বে থাকবেন বেশ কয়েক জন ডব্লিউবিসিএস আধিকারিক। পশ্চিমবঙ্গের কোনও জায়গা থেকে কোনও সমস্যার কথা কন্ট্রোলরুমে জানানো হলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে নবান্নের আধিকারিকদের সজাগ থাকতে বলা হয়েছে।

en.wikipedia.org