গরু পাচার রুখতে সীমান্তে চার রাউন্ড গুলি চালাল বিএসএফ

গরু পাচার রুখতে সীমান্তে চার রাউন্ড গুলি চালাল বিএসএফ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

গরু পাচার রুখতে সীমান্তে চার রাউন্ড গুলি চালাল বিএসএফ , সীমান্তে গুরু পাচার করতে গিয়েছিলেন বলে অভিযোগ। বিএসএফের ‘গুলি’তে আহত যুবক। চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার ধানতলা এলাকায়। জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম পার্থ ঢালি। আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। বিএসএফের তরফে গুলি চালানোর ঘটনা স্বীকার করা হলেও, কেউ যে আহত হয়েছেন, তা স্বীকার করেনি কর্তৃপক্ষ। চার রাউন্ড গুলি চালানো হয়েছে বলে বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই ধানতলা থানায় ডায়েরি নথিভুক্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবক পার্থ ঢালির বাড়ি ধানতলা থানার বরণবেরিয়ায়। হাসপাতালের বেডে শুয়ে গুলিবিদ্ধ যুবক নিজেই স্বীকার করেছেন, তিনি সীমান্তে গরু পাচার করতে গিয়েছিলেন। সে সময় বিএসএফ গুলি চালায়। গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। গুলিবিদ্ধ অবস্থাতেই বেশ কিছুটা দৌড়ে যান পার্থ।

 

 

 

 

বিএসএফের পক্ষ থেকে চার রাউন্ড গুলি চালানো হয়েছে বলে ধানতলা থানায় ডায়েরি করা হয়েছে। তদন্তে ধানতলা থানার পুলিশ।

 

 

 

প্রসঙ্গত, গরু পাচারের কিংপিনরা এখন কেন্দ্রীয় গোয়েন্দাদের আতস কাচের নীচে। কিন্তু সীমান্তে যে গরু পাচার এখনও সক্রিয়, তার প্রমাণ মিলেছে। এই ঘটনায় বিএসএফের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ‘সরষের মধ্যে ভূত’ খুঁজতে বিএসএফ কাজে লাগিয়েছেন গোয়েন্দাদের। তার মধ্যে এই ধরনের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়াল।

 

 

 

 

আরও পড়ুন –  প্রধানমন্ত্রী হতে পারেন রাহুল গান্ধী, বললেন প্রিয়ঙ্কা

 

 

 

স্থানীয় বাসিন্দারাই পার্থকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে দত্তফুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা অবনতি হওয়ায় তাঁকে কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পার্থ জানিয়েছেন, গরু নিয়ে সীমান্তে গিয়েছিলেন। ওপার বাংলায় পাচার করতেই গিয়েছিলেন। তাঁর কথায়, “বাংলাদেশে গরু পাচার করতে গিয়েছিলাম। প্রথম গিয়েছিলাম। অনেকটা রাস্তা হেঁটে যাই। হঠাৎই গুলি চলে। কেউ গুলি চালায়। তারপর আমাকে কিছুদূর নিয়ে গিয়ে ফেলে রেখে চলে যায়।” গুলি কারা চালায় তা নিশ্চিত করে বলতে পারেননি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top