নিজস্ব সংবাদদাতা,নদীয়া: আবারো বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থল থেকে ৪ টি বোমা উদ্ধার করে নিয়ে গেল পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা এলাকায়।সূত্রের খবর নদীয়া শান্তিপুর থানার গোডাউন পাড়া এলাকায় একটি ছোট খেলার মাঠে রয়েছে। সেখানেই সাতসকালে চারটি বোমা পড়েছিল। স্থানীয় কয়েকজন পথচলতি মানুষের চোখে পরে বোমা-গুলি। উল্লেখ্য,বেশ কয়েক মাস ধরে ওই খেলার মাঠে দখলকে কেন্দ্র করে ওই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে মাঝেমধ্যে বিবাদ চলছিলো।তবে ঘটনাস্থলে ওই বোমা-গুলি কি উদ্দেশ্যে মজুদ ছিল তা এখনও পরিষ্কার জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, সকালে অনেক ছোট ছোট বাচ্চারা ওই খেলার মাঠে বল খেলতে যায়। যদি স্থানীয়দের ওই বোমা-গুলি চোখে না পড়ে তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ বোমা উদ্ধার করে গুলিকে নিষ্ক্রিয় করেছে। তবে এ ঘটনার পিছনে কারা জড়িত তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
নদিয়ার শান্তিপুরে আবারো বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য
নদিয়ার শান্তিপুরে আবারো বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram