Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
Women protest in Narayangarh against Dilip Ghosh's remarks and burn

দিলীপ ঘোষের ( Dilip Ghosh) মন্তব্যের প্রতিবাদে নারায়ণগড়ে (Narayangarh) মহিলাদের বিক্ষোভ ও কুশপুতুল দাহ

দিলীপ ঘোষের ( Dilip Ghosh) মন্তব্যের প্রতিবাদে নারায়ণগড়ে (Narayangarh) মহিলাদের বিক্ষোভ ও কুশপুতুল দাহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Narayangarh
দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) মন্তব্যের প্রতিবাদে নারায়ণগড়ে মহিলাদের বিক্ষোভ ও কুশপুতুল দাহ
ছবি সংগ্রহে সাইন টিভি

পশ্চিম মেদিনীপুর নারায়ণগড়ের ( Narayangarh ) খালিনাতে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) ভিখারী মন্তব্যের প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ।প্রসঙ্গত গত ১৯ শে আগস্ট বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) মন্তব্য করেন রাজ্য সরকার ৫০০ টাকার জন্য রাজ্যবাসীকে ভিখারী বানিয়ে ছেড়েছে। মঙ্গলবার এই মন্তব্যের প্রতিবাদে নারায়ণগড় ( Narayangarh ) ব্লকের খালিনা হাইস্কুলে আয়োজিত দুয়ারে সরকারের শিবিরের সামনে মিছিল করে বিক্ষোভ দেখালেন ক্যাম্পে যোগদান করতে আসা খলিনা গ্রামের মহিলারা।

 

আর ওপড়ুন    শিলিগুড়ির পর্যটনে বিশেষ আকর্ষণ বেঙ্গল সাফারিতে (Bengal Safari) ৪ বছরে ৭ টি বাঘ

 

তাদের হাতে ছিল দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) বিরুদ্ধে পোস্টার ও কুশপুতুল নিয়ে বিক্ষোভ দেখান তারা।এর পর দিলীপ ঘোষের কুশপুতুল দাহ করা হয়। বিক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ রাজ্য সরকারের এই ভালো উদ্যোগ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে অসম্মান করতে গিয়ে রাজ্যবাসীকে অসম্মান করেছেন।এরই প্রতিবাদ জানাতে তাদের এই কর্মসূচি।

আরও পড়ুন- দুয়ারে সরকার শিবিরে লক্ষীর ভান্ডার (Lakshi’s treasure) থিম দিশা দেখাচ্ছে বাইনান গ্রাম পঞ্চায়েত

 

Narayangarh দুয়ারে সরকার শিবিরে এসে ওই এলাকার মহিলারা বলেন আমরা গরীব, কিন্তু আমরা ভিখারি নই ।কিন্তু একজন সাংসদ হিসাবে  দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তাকে কোনদিনই সমর্থন করা যায় না ।এইরূপ মানুষ মেদিনীপুর এর সাংসদ  হয়েছেন যা ভাবতে  আমাদের লজ্জা লাগে ।

আরও পড়ুন – দুয়ারে সরকার শিবিরে লক্ষীর ভান্ডার (Lakshi’s treasure) থিম দিশা দেখাচ্ছে বাইনান গ্রাম পঞ্চায়েত

শুধু মঙ্গলবার তারা বিক্ষোভ দেখিয়ে ক্ষান্ত হননি ।এরপরেও দিলীপ ঘোষের বিরুদ্ধে তারা লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানান। সেই সঙ্গে দিলীপ ঘোষ ওই এলাকায় এলে তাকে গ্রামের মহিলারা যোগ্য জবাব দিবেন বলে জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top