নরেন্দ্র মোদী ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি চান না! ফের বিস্ফোরক মন্তব্য করলেন পাক ক্রিকেটার ,ফের একবার শিরোনামে উঠে এসেছেন প্রাক্তন পাকিস্তানের ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ (Javed Miandad)। মাঝেমধ্যেই নানান বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে আসাটা তার পুরনো অভ্যাস। এতদিন সাধারণত ক্রিকেটীয় বিষয় নিয়ে নানান অপ্রাসঙ্গিক মন্তব্য করে শিরোনামে উঠে আসতেন তিনি। তবে এবার তিনি নিজের মন্তব্যটি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং ভারতে বসবাসকারী মুসলিমদের নিয়েa
তিনি নাদির আলী পডকাস্টে এসে জানিয়েছেন যে হিন্দুরা পাকিস্তানে অত্যন্ত শান্তিতে আছে এবং তাদের কোনওরকম ভাবে হেনস্থা করা হয় না। কিন্তু ভারতে বসবাসকারী মুসলিমদের ক্ষেত্রে ব্যাপারটা এক নয়। আর যে কোন দেশেই হোক মুসলমানদের ওপর অন্যায় অবিচার হচ্ছে, দেখলে তিনি চুপ করে থাকতে পারেন না। নিজের মন্তব্যের শেষে তিনি বলে দিয়েছেন ভারতীয়রা যেন তাকে ভুল না বোঝে। তিনি ভারতীয়দের বিরোধিতা করছেন না। শুধুমাত্র ভারতবর্ষে মুসলমানদের সঙ্গে যে অন্যায় হচ্ছে বলে তার মনে হচ্ছে সেই দিনই নিজের মন্তব্য সকলের সামনে তুলে ধরছেন।
আরও পড়ুন – এ যেন পুরো উলটপুরান! দুই তরুণীর প্রশ্নে বাইকের গতি বাড়িয়ে ছুটলো দুই…
এই ব্যাপারে নরেন্দ্র মোদীর প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। তিনি বলেছেন, “এর আগে যারা ভারতের প্রধানমন্ত্রীর পদের দায়িত্বে ছিলেন তারা পাকিস্তানে আসতেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতে যেতেন। আসা-যাওয়া চলতেই থাকত। প্রতিবেশীদের সবসময় হাতে হাত মিলিয়ে থাকা উচিত। তাতে উভয়পক্ষেরই মঙ্গল হবে। আপনি ভালো প্রধানমন্ত্রী, ঠিক আছে, আপনি আপনার দেশবাসীকে হতাশ করবেন না। ভারতীয় রাজনীতিবিদরা চান না যে ভারত ও পাকিস্তানের মানুষ মিলেমিশে থাকুক। কারণ তাহলে তাদের গুরুত্ব কমে যাবে। তারা একটা নোংরা খেলা খেলছে।”