রাত পোহালেই নির্বাচন, কর্নাটকের ভোটারদের খোলা চিঠি মোদীর,প্রচার শেষ। আগামীকাল অর্থাৎ বুধবার কর্নাটক বিধানসভার ভোটগ্রহণ। তার আগে কর্নাটকবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোলা চিঠিতে কর্নাটকবাসীর স্বপ্নই তাঁর স্বপ্ন বলে উল্লেখ করেছেন নমো। খোলা চিঠিতে কার্যত ঘুরিয়ে কর্নাটকে বিজেপিকে জয়ী করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী জানিয়েছেন যে কর্নাটকের মানুষ বারবার তাঁকে ভালবাসা ও স্নেহ দিয়ে আবদ্ধ করে রেখেছেন। এই ভালবাসাকে আশীর্বাদ বলে মনে করছেন তিনি।
খোলা চিঠিতে কর্নাটকের গ্রামীণ এবং শহুরে পরিকাঠামো উন্নয়নে তাঁর সরকার সচেষ্ট বলে জানিয়েছেন। সেই সঙ্গে পরিবহণে আধুনিকীকরণের উপর জোর দিয়েছেন তিনি। সেই সঙ্গে নারী ও পুরুষদের সমান কাজের সুযোগ বৃদ্ধির প্রতি নজর দেওয়ারও আশ্বাস দিয়েছেন নমো। ২২৪ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভা নির্বাচনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৫ কোটি ২০ লক্ষ ভোটার।
এর মধ্যে নতুন ভোটার রয়েছেন ৯ লক্ষ ১৭ হাজার। বিজেপি ২২৪ টি আসনে প্রার্থী দিয়েছে। কংগ্রেস ২২৩ এবং জনতা দল সেকুলার ২০৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী ১৩ মে ভোটের ফল। এদিক, কর্নাটকের নির্বাচন নিয়ে একাধিক সমীক্ষায় বিজেপিকে পিছনে ফেলে কিছুটা হলেও এগিয়ে রয়েছে কংগ্রেস। শেষ মুহুর্তে খোলা চিঠির মাধ্যমে মোদীর ভোকাল টনিক কতটা কার্যকর হয়, তারজন্য অপেক্ষা করতে হবে গণনার দিন পর্যন্ত ।
‘আজাদি কা অমৃত কাল’-এর প্রসঙ্গ টেনে আনেন । নমো বলেন, এই সময় দেশকে উন্নয়নের শিখরে তুলে ধরার জন্য প্রত্যেক ভারতবাসী সংকল্প নিয়েছে। তাঁর মতে, কর্নাটকের জনগণও ওই সংকল্প বাস্তবায়নে তৈরি। এখানে থেমে থাকেননি প্রধানমন্ত্রী। খোলা চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে বর্তমানে ভারত বিশ্ব অর্থনীতিতে পাঁচ নম্বর স্থানে আছে। আগামী দিনে অর্থনীতিতে শক্তিধর দেশ হিসেবে ভারত তিনে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। নমোর মতে, এটা তখনই সম্ভব, যথন কর্নাটক ১ ট্রিলিয়ন অর্থনীতিকে পরিণত হবে।
আরোও পড়ুন – অনুব্রতকে নিয়ে বিস্ফোরক ED ,দলীয় অ্যাকাউন্ট মারফত সাদা হয়েছে গোরুর পাচারের টাকা?
খোলা চিঠিতে প্রধানমন্ত্রী কর্নাটকের জনগণের প্রতি তাঁর দলের দেওয়া প্রতিশ্রুতিও উল্লেখ করেছেন। কর্নাটকের পূর্বতন কংগ্রেস সরকারের সমালোচনা করে নমো জানিয়েছেন, কোভিড মহামারির সময়ও বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে ৯০ হাজার কোটি টাকা বিদেশি বিনিয়োগ হয়েছে। পূর্বতন সরকারের আমলে এই বিনিয়োগের পরিমাণ ৩০ হাজার কোটি ছিল বলে জানান। বিজেপি কর্নাটককে বিনিয়োগে, শিল্পে, শিক্ষা এবং কর্মসংস্থানে দেশে ১ নম্বর করতে চাইছে বলে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।