নরেন্দ্র মোদীর বিনিয়োগ সম্মেলন ও কোভিড – ১৯ মোকাবিলায় সচেতনতা বার্তা

নরেন্দ্র মোদীর বিনিয়োগ সম্মেলন ও কোভিড – ১৯ মোকাবিলায় সচেতনতা বার্তা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৮অক্টোবর ২০২০ঃপ্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী আজ সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে কানাডায় অনুষ্ঠিত ভারতে বিনিয়োগ সংক্রান্ত সম্মেলন౼’ ইনভেস্ট ইন্ডিয়া’তে মূল ভাষণ দেবেন। ভারতে বিনিয়োগের ক্ষেত্রে নানা সুযোগ সুবিধের বিষয়ে কানাডার ব্যবসায়ীদের প্রাথমিক ধারনা দিতে এবং বিনিয়োগের গন্তব্য হিসেবে ভারতকে তুলে ধরাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।  সম্মেলনে ব্যাঙ্ক, বীমা সংস্থা, বিনিয়োগ ফান্ড, বিমান পরিবহণ,  বৈদ্যুতিন, উৎপাদন, পরামর্শ দাতা সংস্থা, বিশ্ববিদ্যালয় ইত্যাদি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

করোনা রোধে প্রধানমন্ত্রী জনআন্দোলনের সূচনা করেছেন এবং একজোট হয়ে লড়াই –এর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী , করোনার বিরুদ্ধে এই লড়াই-এ সকলকে ঐক্যবদ্ধ হবার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, “ মাস্ক পরে, হাত ধুয়ে, শারীরিক দূরত্ব বজায় রেখে এবং দুই গজ দুরত্ব মেনে চলে” আমরা কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে সাফল্য অর্জন করতে পারব। জনসাধারণের অংশগ্রহণকে এই কর্মসূচীতে উৎসাহ দেওয়া হবে। সকলে কোভিড – ১৯ সংক্রান্ত একটি শপথও গ্রহণ করবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক / দপ্তর, রাজ্য সরকারগুলি / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন মিলিতভাবে এই কর্মসূচী বাস্তবায়িত করবে। এর জন্য যে পদ্ধতি অবলম্বন করা হবে সেগুলি হল –যে সব জেলায় সংক্রমণের হার বেশি, সেখানে প্রচার বেশি করে চালানো হবে।প্রতিটি নাগরিকের কাছে সহজ – সরল বোধগম্য ভাষায় বার্তা পৌঁছে দেওয়া হবে। সমস্ত মাধ্যম জগৎকে ব্যবহার করে দেশজুড়ে প্রচার চালানো হবে। সর্বসাধারণের জন্য জায়গাগুলিতে ব্যানার ও পোস্টার লাগানো হবে; প্রথম সারির কর্মীদের ব্যবহার করা হবে ও বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধাভোগীরা এই প্রচারের অন্যতম লক্ষ্য হবেন। সরকারী জায়গায় দেওয়াল লিখন, হোর্ডিং, বৈদ্যুতিন বোর্ডের মাধ্যমে প্রচার করা হবে। বাড়ি বাড়ি বার্তা পৌঁছে দেবার জন্য স্থানীয় স্তরে ও জাতীয় স্তরে প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য নেওয়া হবে। জনসচেতনতা গড়ে তুলতে ভ্রাম্যমান ভ্যানে প্রচার চালানো হবে

আরও পড়ুন… করোনা সংক্রমণ বাড়ায় চিন্তার মুখে স্বাস্থ্য মন্ত্রকগন

 

অডিও মাধ্যমে, প্যামফ্লেট, পুস্তিকার মাধ্যমে সচেতনতা গড়ে তোলা হবে। কোভিড – ১৯ সংক্রান্ত বার্তা পৌঁছে দিতে স্থানীয় কেবল অপারেটরদের সাহায্য চাওয়া হবে। যথাযথভাবে সকলের কাছে পৌঁছানোর জন্য সমন্বতিভাবে সংবাদ মাধ্যমের সাহায্যে প্রচার চালান হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top