ভারতীয় মুসলিমদের নিয়ে বিস্ফোরক নাসিরুদ্দিন ( Nasiruddin ) শাহ। বুধবার একটি ভিডিও শেয়ার করে অভিনেতা রীতিমতো তালিবানদের সমালোচনা করেছেন। শুধু তাই নয়, অভিনেতা ভারতীয় মুসলমানদের তীব্র সমালোচনা করেছেন, যারা তালিবানদের ‘জয়’ নিয়ে আনন্দোৎসবে মেতেছে।
প্রসঙ্গত, গত ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন আফগানিস্তানে ফের ক্ষমতায় আসেন তালিবান। সে দেশের সরকারকে গদি থেকে সরিয়ে গোটা দেশে নিজেদের ভয় ও সন্ত্রাসের ক্ষমতাকে কায়েম করে। আফগানিস্তানে সুশাসন নিশ্চিত করতে মার্কিন সেনার নজরদারি ছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতেই মার্কিন সেনারা ধীরে ধীরে দেশ ছেড়ে চলে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে আফগানিস্তান ফের দখল করে নিল তালিবানরা।
আর এই প্রসঙ্গেই তালিবানদের সমালোচনায় সরব হন অভিনেতা। তিনি যে সমস্ত ভারতীয় মুসলমানরা তালিবানদের ‘জয়’ নিয়ে আনন্দোৎসবে মেতেছে তাদের তীব্র সমালোচনা করে একটি ভিডিও পোস্ট করেন। আর সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই নাসিরুদ্দিন ( Nasiruddin ) শাহ যেমন নেটিজেনদের সমর্থন পেয়েছেন তেমনি কেউ কেউ আবার তালিবানদের নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গীকে সমালোচনাও করেছেন।
আর ও পড়ুন কংগ্রেসেই ( Congress ) যোগ দিচ্ছেন পিকে, চূড়ান্ত সিদ্ধান্তের পথে সোনিয়া
ভিডিওতে নাসিরুদ্দিন ( Nasiruddin ) শাহকে বলতে শোনা গিয়েছে, ‘আফগানিস্তানে তালিবানদের ক্ষমতা পুনর্দখল গোটা বিশ্বের কাছে যেমন উদ্বেগের বিষয়, তেমনি এই বর্বরদের ফিরে আসেয় ভারতীয় মুসলমানদের কিছু অংশের উচ্ছ্বাস-উদযাপনও কম বিপদের নয়।’
নাসিরুদ্দিন শাহ ভারতের সব মুসলিমদের কাছে আর্জি জানিয়েছেন যে ভারতীয় মুসলমানদের এবার নিজেদের প্রশ্ন করা উচিত, তাঁরা তাঁদের ধর্ম সংস্কার করতে চায় নাকি পুরনো বর্বরতার সঙ্গে বসবাস করতে চায়। টুইটারে শেয়ার করা নাসিরুদ্দিন শাহের এই ভিডিওটি অনেকেই শেয়ার করেছেন এবং অভিনেতার বক্তব্যের পাশে দাঁড়িয়েছেন।
অনেকে আবার নাসিরুদ্দিনের তালিবান প্রসঙ্গ নিয়ে কথা বলা পছন্দ করেননি, তাঁরা জানিয়েছেন যে তিনি যেন তাঁর অভিনয় নিয়েই থাকেন এবং যে বিষয়ে কিছু জানেন না সে বিষয়ে কথা না বলাই ভালো।এই ভিডিওতে নাসিরুদ্দিন তাঁর মনের আশঙ্কা ও উদ্বেগকে সকলের সামনে তুলে ধরেছেন।
তিনি ভারতের সঙ্গে অন্যান্য দেশের মুসলিমদের ইসলাম অধ্যয়নের পার্থক্যকে সামনে এনেছেন। তিনি জানিয়েছেন যে ‘ভারতীয় ইসলাম’ সবসময়ই অন্যদের চেয়ে ভিন্ন। তিনি ভিডিওতে বলেছেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, এমন দিন যেন দেখতে না হয়, যে সত্যিকারের ইসলামকে আমরা আর চিনতেই পারলাম না।’
অভিনয়ে সিদ্ধহস্ত নাসিরুদ্দিন শাহ-এর স্পষ্ট বক্তব্য, ‘আমি নিজে হিন্দুস্তানি মুসলমান। আর ঠিক যেমন মিরজা গালিব বহু যুগ আগে বলে গেছেন, আল্লাহমিয়ার সঙ্গে আমার সম্পর্ক এমনই যে সিয়াসি মজহবের কোনও প্রয়োজন আমার নেই।’