Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত সিকিম।

সিকিমে টানা ভারী বৃষ্টির জের, ভূমিধসের কারণেবন্ধ নাথু লা, ভোগান্তিতে সিকিমের পর্যটকরা

সিকিমে টানা ভারী বৃষ্টির জের, ভূমিধসের কারণেবন্ধ নাথু লা, ভোগান্তিতে সিকিমের পর্যটকরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সিকিমে টানা ভারী বৃষ্টির জের,ভূমিধসের কারণেবন্ধ নাথু লা, ভোগান্তিতে সিকিমের পর্যটকরা।ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত সিকিম।বিপর্যস্ত জনজীবন।প্রভাব পড়েছে যান চলাচলেও। পরিস্থিতি আরও জটিল হয়েছে রাজ্যের একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটায়।ভূমিধসের জেরে গ্যাংটকের সঙ্গে নাথুলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে খবর।সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে,উত্তর ভারতের মতো গত কয়েকদিন ধরে সিকিমেও ভারী বৃষ্টি শুরু হয়েছে।এর জেরে উত্তর ও পূর্ব সিকিমের একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটে।যার জেরে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা।ভারী বৃষ্টির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে উত্তর ও পূর্ব সিকিমে।

 

 

 

 

 

 

 

ধসের জেরে ভারত-চিন সংযোগকারী নাথুলা পাস বন্ধ হওয়ায়, সমস্যায় পড়েছে বিএসএফ।ধস সরিয়ে যোগাযোগ স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন।রাস্তাটি যানবাহন চলাচলের উপযোগী করে তুলেতে অন্তত একদিন সময় লাগতে পারে বলে এক বিএসএফ আধিকারিক জানিয়েছেন।ভারী বৃষ্টি ও ধসের জেরে আগাম সতর্কতা হিসেবে পর্যটকদের গতিবিধিতেও রাশ টেনেছে সিকিম সরকার।নাথুলা পাস রাস্তাটি পরিষ্কার না হওয়া এবং আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটকদের বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন সিকিম পর্যটন দফতর এক আধিকারিক।

 

 

 

 

 

ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সিকিম প্রশাসনের তরফে নেওয়া হয়েছে উদ্যোগ।ধস সরানোর কাছে হাত লাগিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।নতুন করে ভারী বৃষ্টির ঘটনা না ঘটলে,কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে প্রশাসনের তরফে দেওয়া হয়েছে আশ্বাস।সিকিমের মাঙ্গান জেলার এক আধিকারিক জানিয়েছেন অবিরাম ভারী বৃষ্টির জেরে রাফুং খোলা এবং ল্যান্থে খোলায় রাস্তাগুলি ভেসে গিয়েছে।মাঙ্গান এবং চুংথাংয়ের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ।ভূমিধসের জেরে রাজ্যের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিত লাচুং এবং লাচেন।

 

 

 

 

আরও পড়ুন –  ‘ঘরে ফিরে আসুন’, সুস্মিতার জন্য দরজা খুলে দিল কংগ্রেস,

 

 

 

 

এদিকে,শনিবার সকালেও রাজধানী গ্যাংটকের জওহললাল নেহেরু রোডে ভূমি ধসের ঘটনা ঘটে।প্রায় ৯ মাইল এলাকা জুড়ে ধসের সৃষ্টি হয়।এর ফলে সিকিমের রাজধানীর সঙ্গে সোমগো লেক এবং বাবা মন্দিরের মতো স্থানগুলির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে খবর।ধসের জেরে ভারত-চিনের সাথে সংযোগকারী নাথুলা পাসটিও বন্ধ হয়ে গিয়েছে।ঘটনায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পর্যটকরা।বহু পর্যটক ঘরবন্দি বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top